Siliguri Job Vacancy 2024: রাজ্যে পৌরসভায় চাকরি মাধ্যমিক পাশে

Siliguri পৌরসভায় চাকরি

পশ্চিমবঙ্গে আবারও নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হচ্ছে রাজ্যের এই পৌরসভায়। শুধুমাত্র মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে এই পদে। ইতিমধ্যেই আবেদন শুরু হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে।

নিয়োগ করা হচ্ছে পৌরসভার তরফ থেকে Honorary Health Worker ( HHW) পদে, মোট 35 টি শূন্যপদে।

Honorary Health Worker পদে আবেদন করার জন্য, আবেদনকারীর বয়স থাকতে হবে 30 বছর বয়স থেকে সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে। আর SC/ST/OBC প্রার্থীরা এখানে 22 বছর বয়স থেকে 40 বছর বয়সের মধ্যে হলেও আবেদন করতে পারবেন।

Honorary Health Worker পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শুধুমাত্র মাধ্যমিক পাশ। মাধ্যমিক কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ থাকলে আপনি HHW পদে আবেদনপর যোগ্য।

Honorary Health Worker পদে নিয়োগ করা হচ্ছে চুক্তিভিত্তিক ভাবে যোগ্য প্রার্থীকে। কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন থাকবে এই পদে 4 হাজার 500 টাকা করে। এই পদে শুধুমাত্র মহিলা(বিবাহিত/বিধবা/বিবাহ বিচ্ছিন্ন) প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনে। এরজন্য শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্র প্রিন্ট করে তা সঠিকভাবে ফিলাপ করুন। এই পদে শুধুমাত্র শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের মধ্যে বসবাস করা স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন, এরজন্য উপযুক্ত নথি জমা করতে হবে। এরপর উপযুক্ত সমস্ত নথি সহ একসঙ্গে করে জমা করুন To The Commissioner, Siliguri Municipal Corporation, Baghajatin Road, Siliguri-734001, এই ঠিকানায় 26/07/2024 তারিখের মধ্যে।

NOTICE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *