সেন্ট্রাল হোস্টেলে গ্ৰুপ- ডি কর্মী নিয়োগ

অষ্টম শ্রেণী পাসে রাজ্যের সেন্ট্রাল হোস্টেলে গ্ৰুপ- ডি কর্মী নিয়োগ

Employment No.— 466/BCW/JGM

পদের নাম— Karmabandhu
শিক্ষাগত যোগ্যতা— যে কোনো স্বীকৃত বিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাশ করে থাকা প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন— এই পদে কর্মরত প্রার্থীকে প্রতিমাসে ৩০০০/- টাকা পারিশ্রমিক দেওয়া হবে।

পদের নাম— Cook
শিক্ষাগত যোগ্যতা— এই পদে নিয়োগের জন্য প্রার্থীকে রান্না এবং রান্না সংক্রান্ত বিভিন্ন কাজের অভিজ্ঞতা সহ নূন্যতম অষ্টম শ্রেণী উত্তীর্ণ হয়ে থাকতে হবে।
মাসিক বেতন— এই পদে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন ৭০০০/- টাকা।

পদের নাম— Helper
শিক্ষাগত যোগ্যতা— এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে নূন্যতম অষ্টম শ্রেণী উত্তীর্ণ হয়ে থাকতে হবে। পাশাপাশি রান্না এবং রান্না সংক্রান্ত বিভিন্ন কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
মাসিক বেতন— সংশ্লিষ্ট পদে কর্মরত প্রার্থীদের মাসিক পারিশ্রমিক হল ৫০০০/- টাকা।

পদের নাম— Darwan
শিক্ষাগত যোগ্যতা— অষ্টম শ্রেণী পাশ যে কোনো প্রার্থী শারীরিক ভাবে সক্ষম হলে এই পদের জন্য আবেদন করতে পারবে।
মাসিক বেতন— এই পদের জন্য প্রত্যেক প্রার্থীকে প্রতিমাসে ৬০০০/- টাকা পারিশ্রমিক দেওয়া হবে।

পদের নাম— Matron (মহিলা)
শিক্ষাগত যোগ্যতা— সংশ্লিষ্ট এই পদগুলিতে আবেদন করার জন্য আগ্রহী আবেদনকারী প্রার্থীকে কেবলমাত্র মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
মাসিক বেতন— এই পদে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন হল ৯০০০/- টাকা।

পদের নাম— Superintendent (মহিলা)
শিক্ষাগত যোগ্যতা— যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নূন্যতম স্নাতক পাশ করে থাকতে হবে আগ্রহী প্রার্থীকে।
মাসিক বেতন— এই পদে কর্মরত প্রার্থীর মাসিক বেতন হল ১৫,০০০/- টাকা।

মোট শূন্যপদ— প্রতিটি ক্ষেত্রে ১ টি করে শূন্যপদ আছে এই নিয়োগের জন্য।
বয়সসীমা— উল্লিখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রত্যেক প্রার্থীর বয়স নূন্যতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি— প্রতিটি পদে আবেদন করার জন্য অফলাইনে আবেদনপত্র জমা করতে হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে প্রার্থীদের।উক্ত আবেদনপত্র ডাউনলোড করার পর নির্দিষ্ট তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণ হওয়ার পর প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদনপত্র নির্দিষ্ট অফিসের ঠিকানায় জমা করতে হবে।

আবেদনপত্র জমা করার ঠিকানা— Office of the PO-cum-DWO, BCW& TD, Jhargram, 2nd Floor, Collectorate Complex (Near Jhargram Raj College) PO, PS & Dist. Jhargram, PIN 721507

নিয়োগের স্থান— রাজ্যের ঝাড়গ্রাম জেলায় এই নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীদের ঝাড়গ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

আবেদনের শেষ তারিখ— ৪ অক্টোবর, ২০২৪। ছুটির দিন বাদে যে কোনো দিন সকাল ১১ টা থেকে বিকাল ৫ টার মধ্যে আবেদনপত্র জমা করা যাবে।

Official Notification: NOTICE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *