July Jobs রাজ্যে বর্তমানের চাকরি
শুরু হয়ে গেলো নতুন মাস,নতুন মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে 2024 একনজরে দেখে নিন। অষ্টম শ্রেণি পাশ থেকে শুরু করে মাধ্যমিক পাশ, উচ্চ মাধ্যমিক পাশ সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় চাকরির ফর্ম ফিলাপ শুরু হয়েছে।
কোন পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, কত টাকা করে মাসিক বেতন রয়েছে, বিস্তারিত আলোচনা
প্রথম,
পদের নামঃ- উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্লার্ক, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ।
শিক্ষাগত যোগ্যতাঃ– উচ্চ মাধ্যমিক পাশ।
বেতনঃ– মাসিক বেতন 27,500 টাকা থেকে 35,800 টাকা।
দ্বিতীয়,
পদের নামঃ– ভারত সরকারের, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ করা হচ্ছে – Labrotary Technician, Labrotary Attendant/Office Helper (Labrotary) এবং Technical Officer পদে।
শিক্ষাগত যোগ্যতাঃ– মাধ্যমিক পাশ, উচ্চ মাধ্যমিক পাশ, স্নাতক।
বেতনঃ– মাসিক বেতন রয়েছে এই সমস্ত পদে 15,800 টাকা থেকে 35,000 টাকা পর্যন্ত।
তৃতীয়,
পদের নামঃ– প্রজেক্ট মাল্টি টাস্কিং স্টাফ, প্রজেক্ট টেকনিকাল সাপোর্ট, কনসালটেন্ট – সাইন্টিফিক, রিসার্চ অ্যাসোসিয়েট পদে নিয়োগ করা হচ্ছে, ন্যাশনাল ইনস্টিটিউট ফর ইমপ্লিমেন্টেশন রিসার্চ অন কমিউনিকেবল ডিজিজ এর তরফ থেকে।
শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক পাশ ও গ্রাজুয়েট।
বেতনঃ মাসিক বেতন 15,800 টাকা থেকে 47,000 হাজার টাকা পর্যন্ত।
চতুর্থ,
পদের নামঃ স্টাফ সিলেকশন কমিশন থেকে Multi-Tasking Staff এবং Havaldar পদে নিয়োগ।
শিক্ষাগত যোগ্যতাঃ– মাধ্যমিক পাশ।
বেতনঃ চাকরি প্রার্থীদের মাসিক বেতন রয়েছে, 7ম বেতন কমিশনের পে ম্যাট্রিক্স অনুযায়ী বেতন লেভেল-1 অনুযায়ী।
পঞ্চম,
পদের নামঃ রাজ্যে বিশ্ব-ভারতী, শান্তিনিকেতনে Guest Faculty/Teacher পদে নিয়োগ।
বেতনঃ 50,000 (প্রতি মাসে পঞ্চাশ হাজার) হাজার টাকা করে।
ষষ্ঠ,
পদের নামঃ রাজ্যে রাজ্যে শ্রম ও রোজগার দপ্তরে Senior Resident Under (Clinical & Non – Clinical) পদে নিয়োগ করা হচ্ছে।
বেতনঃ– এই পদে পদে কর্মরত চাকরি প্রার্থীদের বেতন রয়েছে 1 লক্ষ 40 হাজার 139 টাকা।
সপ্তম,
পদের নামঃ রাজ্যে মেডিকেল কলেজে নিয়োগ করা হচ্ছে, ক্লার্ক কাম টাইপিস্ট ও Homeopathic Compounder Cum Dresser পদে।
বেতনঃ– ক্লার্ক কাম টাইপিস্ট এবং Homeopathic Compounder Cum Dresser পদে 10 হাজার টাকা করে মাসিক বেতন রয়েছে।
অষ্টম,
পদের নামঃ রাজ্যে জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টরের অফিস থেকে নিয়োগ করা হচ্ছে, Accountant এবং Data Entry Operator পদে।
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক পাশ।
বেতনঃ মাসিক বেতন 11 হাজার টাকা থেকে 15 হাজার টাকা।
নবম,
পদের নামঃ পশ্চিমবঙ্গে জেলা মেডিকেল কলেজ ও হসপিটালে নিয়োগ করা হচ্ছে, প্রজেক্ট টেকনিকাল সাপোর্ট পদে।
বেতনঃ Project Technical Support পদে কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন রয়েছে 28 হাজার টাকা।
দশম,
পদের নামঃ ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশনে Data Entry Operator পদে নিয়োগ।
শিক্ষাগত যোগ্যতাঃ– যেকোনো সরকারি স্বীকৃতি প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ থাকতে হবে।
বেতনঃ Data Entry Operator পদে কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন রয়েছে,15 হাজার টাকা করে।
একাদশ,
পদের নামঃ রাজ্যে রাজ্যে Guest Teacher এবং গ্রুপ ডি পদে পদে নিয়োগ।
শিক্ষাগত যোগ্যতাঃ- আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, প্রাসঙ্গিক বিষয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রি।
একাদশ,
পদের নামঃ রাজ্যে কেন্দ্রীয় ছাত্রাবাসে গ্রুপ ডি পদে নিয়োগ।
শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেণি পাশ।
বেতনঃ– 3,500 টাকা।
দ্বাদশ,
পদের নামঃ স্টাফ সিলেকশন কমিশন(SSC) থেকে Combined Graduate Level Examination, 2024 নিয়োগ করা হচ্ছে, 17727টি শূন্যপদে।
শিক্ষাগত যোগ্যতাঃ গ্রাজুয়েট পাশ।
মাসিক বেতনঃ 25,500 টাকা থেকে 1 লক্ষ 42 হাজার 400 টাকা পর্যন্ত।
ত্রয়োদশ,
পদের নামঃ রাজ্যে Upper Division Clerk, Lower Division Clerk, Seal Bailiff, Process Server ও Group-D (Peon/Night-Guard/Farash) পদে নিয়োগ।
শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেণি, মাধ্যমিক পাশ ও স্নাতক পাশে।
মাসিক বেতনঃ 17 হাজার টাকা থেকে 74 হাজার 500 টাকা পর্যন্ত।
চতুর্দশ,
পদের নামঃ রাজ্যে Tutors অর্থাৎ শিক্ষক পদে AIIMS বিভাগ, কল্যাণী থেকে।
মাসিক বেতনঃ Tutor পদে কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন রয়েছে 15 হাজার 600 টাকা থেকে 39 হাজার 100 টাকা পর্যন্ত। এর পাশাপাশি GP রয়েছে 5 হাজার 400 টাকা করে
পঞ্চদশ,
পদের নামঃ শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে নিয়োগ করা হচ্ছে স্টাফ পদে।
শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক পাশ।
বেতনঃ বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, বেতন থাকবে দৈনিক মজুরি প্রযোজ্য হিসাবে।
ষোড়শ,
পদের নামঃ পশ্চিমবঙ্গে দামোদর ভ্যালি কর্পোরেশন থেকে নিয়োগ করা হচ্ছে, Executive Trainee (Soil Conservation) পদে।
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক।
বেতনঃ ET ( Soil Conservation) পদে কর্মরত চাকরি প্রার্থীদের বেতন রয়েছে, 56 হাজার 100 টাকা থেকে 1 লক্ষ 77 হাজার 500 টাকা পর্যন্ত।
সপ্তদশ,
পদের নামঃ কলকাতা মেট্রো রেল কর্পোরেশন থেকে General Manager (Signal & Telecom) পদে নিয়োগ।