রাজ্যের হাসপাতালে স্টাফ নার্স নিয়োগ

nurse job

রাজ্যের হাসপাতালে স্টাফ নার্স নিয়োগ।

রাজ্যের মহিলা চাকরিপ্রার্থীদের জন্য দারুণ একটি সুখবর। রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধীনস্থ সরকারি হাসপাতালে স্টাফ নার্স নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হল সম্প্রতি।যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। এই পদগুলির জন্য আবেদন ইতিমধ্যেই শুরু হয়েছে।

Employment No.— CMOHN/HSS-112/6436

পদের নাম— Staff Nurse
মোট শূন্যপদ— 109 টি। (UR- 59 টি, SC- 24 টি, ST- 7 টি, OBC- 19 টি।)
শিক্ষাগত যোগ্যতা— ভারতীয় নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান থেকে GNM প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করা চাকরিপ্রার্থী অথবা B.Sc নার্সিং ডিগ্রী অর্জন করা চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। আগ্রহী আবেদনকারীকে পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের অধীনে নিজের নাম নথিভুক্ত করে রাখতে হবে। এছাড়া স্থানীয় ভাষায় সাবলীল ভাবে কথা বলার দক্ষতা রাখতে হবে।

মাসিক বেতন— এই পদে কর্মরত প্রার্থীর মাসিক বেতন হল 25,000/- টাকা।
বয়সসীমা— ১ জানুয়ারি, ২০২৪ তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি— শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। অনলাইনে আবেদন করার ওয়েবসাইট হলো www.north24parganas.gov.in , এই ওয়েবসাইট মারফৎ আবেদন করার জন্য ওয়েবসাইটে ভিজিট করে এপ্লিকেশন মেনুতে ক্লিক করতে হবে। এরপর নির্দিষ্ট বিকল্পের Apply Now অপশনে ক্লিক করলে পরবর্তী পেজ খুলে যাবে, সেখানে সমস্ত ঘর পূরণ করে সাবমিট করতে হবে।

আবেদন ফি— সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের এককালীন ৫০/- টাকা এবং অসংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের এককালীন ১০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে।

আবেদনের শেষ তারিখ— ৩ আগস্ট, ২০২৪।

17217162839608

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *