জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের পক্ষ থেকে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ
জেলা ভূমি দপ্তরের পক্ষ থেকে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।জেলাশাসক দপ্তরের মাধ্যমে প্রকাশিত এই বিজ্ঞপ্তি অনুযায়ী যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দারা এখানে আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থীরাই আবেদনযোগ্য।
Employment No.— 114
পদের নাম— Data Entry Operator
মোট শূন্যপদ— ৫ টি।
শিক্ষাগত যোগ্যতা— প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী উক্ত শূন্যপদগুলিতে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হয়ে থাকার পাশাপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো কোর্সের সার্টিফিকেট অর্জন করে থাকতে হবে। পাশাপাশি প্রার্থীকে মাইক্রোসফট অফিস প্রজেক্ট সংক্রান্ত বিভিন্ন অ্যাপ্লিকেশন যেমন- মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল ইত্যাদিতে কাজের দক্ষতা রাখতে হবে। ইন্টারনেট সংক্রান্ত বিভিন্ন কাজের বিষয়েও প্রাথমিক ধারণা থাকতে হবে আবেদনকারী প্রার্থীর।
মাসিক বেতন— সংশ্লিষ্ট এই পদের জন্য প্রত্যেক প্রার্থীকে প্রতিমাসে ১৩,০০০/- টাকা পারিশ্রমিক দেওয়া হবে।
বয়সসীমা— এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স ন্যূনতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি— অফলাইনে আবেদনপত্র পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে প্রত্যেক প্রার্থীকে। জেলা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট (ALIPURDUAR.GOV.IN) থেকে আবেদনপত্র ডাউনলোড করে নিতে পারবেন প্রার্থীরা। উক্ত আবেদনপত্রে নাম, ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্যগুলি নির্ভুলভাবে পূরণ করতে হবে। পূরণ করা আবেদনপত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করে আবেদনপত্র এবং ডকুমেন্টগুলি একটি মুখ বন্ধ খামে ভর্তি করতে হবে। এরপর নির্দিষ্ট দপ্তরের ঠিকানায় উক্ত খাম জমা করতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট— ভোটার কার্ড, আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ছবি।
নিয়োগ পদ্ধতি— মূল তিনটি প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। প্রথমে প্রত্যেক প্রার্থীর ডকুমেন্ট ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পর প্রার্থীদের কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।
নিয়োগ স্থান— আলিপুরদুয়ার জেলার ভূমি ও ভূমি সংস্কার সংক্রান্ত বিভিন্ন B.L.&L.R.O., S.D.L.&L.R.O., D.L.&L.R.O. অফিসে এই নিয়োগ করা হবে।
আবেদনপত্র জমা করার ঠিকানা— Office of the District Magistrate & District Collector, Alipurduar, Doors Kanya, Ground Floor, PO- Alipurduar Court, Dist- Alipurduar, Pin- 736122
আবেদনের শেষ তারিখ— ১৮ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ বিকেল ৩টা পর্যন্ত আবেদনপত্র জমা করা যাবে জেলা দপ্তরের অফিসে।
Official Notification: NOTICE