ভারতীয় সেনার ITBP বিভাগে কনস্টেবল নিয়োগ

মাধ্যমিক পাশে ITBP তে কনস্টেবল নিয়োগ

পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে আগ্রহী আবেদনকারীরা আবেদন জানাতে পারবেন। ITBP বর্ডার পুলিশ ফোর্স, ভারতীয় সেনার পক্ষ থেকে কনস্টেবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী তিন ধরনের শূন্যপদে এই কনস্টেবল নিয়োগ করা হবে। মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আগ্রহী প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের জন্যই আলাদা শূন্যপদ আছে।

পদের নাম— Constable (Barber, Safai Karamchari, Gardener)
মোট শূন্যপদ— ১৪৩ টি। [পুরুষ- ১২২ টি, মহিলা- ২১ টি।] (UR- ৬৯ টি, SC- ৩ টি, ST- ৪১ টি, OBC- ১৫ টি, EWS- ১৫ টি।)
শিক্ষাগত যোগ্যতা— এই পদগুলিতে আবেদন জানানোর ক্ষেত্রে ইচ্ছুক আবেদনকারীকে যে কোনো বোর্ডের স্বীকৃত বিদ্যালয় অথবা মাদ্রাসা থেকে নূন্যতম মাধ্যমিক অথবা সমতুল্য যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে।

শারীরিক যোগ্যতা— পুরুষ প্রার্থীদের উচ্চতা ১৭০ সেমি এবং মহিলা প্রার্থীদের উচ্চতা ১৫৭ সেমি হতে হবে। গোড়োয়ালি, গোর্খা, মারাঠা, ডোগরা ইত্যাদি শ্রেণীর আবেদনকারীদের ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের উচ্চতা ১৬৫ সেমি এবং মহিলা প্রার্থীদের উচ্চতা ১৫৫ সেমি হতে হবে। কেবলমাত্র পুরুষ প্রার্থীদের জন্য ছাতি ৮০ সেমি এবং বিস্তার ৮৫ সেমি পর্যন্ত হতে হবে।

বয়সসীমা— Barber এবং Safai Karamchari ক্যাটাগরির জন্য আবেদনকারীদের বয়স নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে হতে হবে। Gardener ক্যাটাগরির আবেদনকারীদের সর্বোচ্চ বয়স ২৩ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রাথীদের ক্ষেত্রে বয়সের ছাড় যথাক্রমে- এসসি, এসটি প্রার্থীদের জন্য ৫ বছর, ওবিসি প্রার্থীদের জন্য ৩ বছর এবং এক্স সার্ভিসম্যানদের জন্য ৩ বছর।

আবেদন পদ্ধতি— আগ্রহী আবেদনকারীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এরজন্য আবেদনকারীকে recruitment.itbpolice.nic.in ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এরপর নিজের বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি ব্যবহার করে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের পর প্রাপ্ত আইডির মাধ্যমে লগইন করে অনলাইনে সমস্ত তথ্য পূরণ করতে হবে এবং নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে। সবশেষে আবেদন ফি জমা করে আবেদন সাবমিট করতে হবে।

আবেদন ফি— সাধারণ, ওবিসি এবং ইডাব্লিউএস শ্রেণীর পুরুষ প্রার্থীদের ১০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে। ওয়েবসাইটের নির্দিষ্ট পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে। তপশীলি জাতি ও উপজাতি, মহিলা এবং এক্স সার্ভিসম্যান ক্যাটাগরির আবেদনকারীদের কোনো প্রকার আবেদন ফি লাগবে না।

আবেদনের শেষ তারিখ— ২৬ আগস্ট, ২০২৪।

Detaile Notification: ITBP-Constable-Tradesman-2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *