ভারতীয় রেলে ৭০০০ কর্মী নিয়োগ

ভারতীয় রেলে ৭০০০ কর্মী নিয়োগ

রেলওয়ে বোর্ডের (RRB) পক্ষ থেকে সম্প্রতি নতুন  নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে প্রায় ৭ হাজারের কাছাকাছি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।মিনিস্ট্রি অফ রেলওয়ের পক্ষ থেকে ভারতীয় রেলের প্রায় ৭ হাজার শূন্যপদে কর্মী নিয়োগের জন্য নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিনটেনডেন্ট, সুপারভাইজার সহ বিভিন্ন পদমর্যাদার কর্মী নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ রাজ্যের ২৩ টি জেলা থেকেই চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থীরাই এখানে আবেদনযোগ্য।

আবেদনের সুলুক-সন্ধান

Employment No.— 03/2024

পদের নাম— Superintendent, Junior Engineer (JE), Chemical, Research & Metallurgical Supervisor, Material , Chemical & Metallurgical Assistant
মোট শূন্যপদ— ৭৯৫১ টি। (UR- ৩৫৭৫ টি, SC- ১১১৫ টি, ST- ৫৮৯ টি, OBC- ১৭৯০ টি, EWS- ৮৮২ টি।)
বয়সসীমা— ১ জানুয়ারি, ২০২৫ তারিখ অনুযায়ী আগ্রহী আবেদনকারীদের বয়সসীমা ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে হতে হবে। সমস্ত ধরনের তপশিলি জাতিভুক্ত আবেদনকারী, ওবিসি শ্রেণীভুক্ত আবেদনকারী এবং শারীরিকভাবে প্রতিবন্ধী শ্রেণীর আবেদনকারীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় উপলব্ধ থাকবে।

শিক্ষাগত যোগ্যতা— এই সমস্ত শূন্য পদগুলিতে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীকে কেমিক্যাল টেকনোলজি, মেটালিউরজিক্যাল ইঞ্জিনিয়ারিং, পদার্থবিদ্যা অথবা রসায়নে স্নাতকোত্তর ডিগ্রী, ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত বিভিন্ন টেকনোলজিক্যাল ডিগ্রী ইত্যাদি ডিগ্রীগুলির যেকোনো একটি অর্জন করে থাকতে হবে।
মাসিক বেতন— সুপারভাইজার পদের জন্য মাসিক ধার্য বেতন হল ৪৪,৯০০/- টাকা। অন্যদিকে, ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট পদের মাসিক কার্য বেতন হল ৩৫,৪০০/- টাকা।

READ ALSO:- ICDS

আবেদন পদ্ধতি— রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে পারবেন ইচ্ছুক চাকরিপ্রার্থীরা। এরজন্য নির্দিষ্ট ওয়েবসাইটে ভিজিট করে প্রথমে নিজেদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। বৈধ মোবাইল এবং ইমেইল আইডি ব্যবহার করে রেজিস্ট্রেশন করার পর লগইন করে অনলাইন ফর্মে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। সঠিকভাবে সমস্ত তথ্য পূরণ করার পর নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্টগুলিকে আপলোড করতে হবে। সবশেষে ধার্য আবেদন ফি জমা করে আবেদনপত্র সাবমিট করতে হবে।

আবেদন ফি— তপশিলি জাতিভুক্ত আবেদনকারী, মহিলা এবং ট্রান্সজেন্ডার আবেদনকারী, ওবিসি তালিকাভুক্ত আবেদনকারীদের ২৫০/- টাকা আবেদন ফি জমা করতে হবে। বাকি সমস্ত ক্যাটাগরির আবেদনকারীদের ৫০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে।

নিয়োগ পদ্ধতি— পরপর দুটি ধাপে অনলাইন CBT পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে। কেবলমাত্র প্রথম পর্যায়ের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রার্থীরাই দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় তিন্ন হওয়ার চাকরি প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদনের শেষ তারিখ— ২৯ আগস্ট, ২০২৪। ৩০ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনপত্র সংশোধনের উইন্ডো খোলা থাকবে।

Notification-RRB-JE-Other-Posts-2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *