ভারতীয় ডাক বিভাগে কর্মসংস্থানের সুবর্ণসুযোগ
ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। সারা ভারতে ব্রাঞ্চ পোস্টমাস্টার (BPM),অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার (ABPM) ও ডাক সেবক পদে মোট ৪৪,২২৮ জনকে নিয়োগ করা হবে।
BPM, ABPM, ডাক সেবক এই তিনটি পদে আবেদন করার জন্য, আবেদনকারীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর বয়স থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে থাকতে হবে। তবে সংরক্ষিত প্রার্থীরা অর্থাৎ SC/ST/OBC/EWS/PWD প্রার্থীরা নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন।
BPM অর্থাৎ Branch Postmaster পদে কর্মরত চাকরি প্রার্থীদের বর্তমান মাসিক বেতন রয়েছে ১২ হাজার টাকা থেকে শুরু করে ২৯৩৮০ টাকা। আর ABPM অর্থাৎ Assistant Branch Postmaster এবং Dak Sevak পদে কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন ১০ হাজার টকা থেকে ২৪,৪৭০ টাকা। গ্রামীণ ডাক সেবক পদে (BPM, ABPM, Dak Sevak) পদে আবেদন করার জন্য আবেদনকারীর অঙ্ক ও ইংরেজি বিষয় নিয়ে মাধ্যমিক কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ করার এবং কম্পিউটারের কাজ করার অভিজ্ঞতা ও সাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে। এর পাশাপাশি আবেদনকারীর স্থানীয় ভাষায় জ্ঞান থাকতে হবে।
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্য https://indiapostgdsonline.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে ০৫/০৮/২০২৪ তারিখের মধ্যে।https://indiapostgdsonline.cept.gov.in/HomePageS/D23.aspx
সকল মহিলা প্রার্থী, SC/ST/PWD এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের আবেদন ফি লাগবে না, বাকি সকল প্রার্থীদের অনলাইনে ১০০ টাকা পেমেন্ট করতে হবে। আবেদন করার সময় কোনো কিছু ভুল হলে, তা সংশোধন করা যাবে ০৬/০৮/২০২৪ তারিখ থেকে /০৮/০৮/২০২৪ তারিখ পর্যন্ত। আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভালো ভাবে নোটিফিকেশন ডাউনলোড করে বিস্তারিত দেখে নিয়ে আবেদন করুন।