টাটা স্টিল কোম্পানিতে চাকরি
ভারতের প্রসিদ্ধ কোম্পানি টাটা স্টিলে প্রচুর পরিমান শূন্যপদে কর্মী নিয়োগের প্রক্রিয়া চলছে। যে সমস্ত যোগ্যতা সম্পন্ন চাকরিপ্রার্থীরা দীর্ঘ দিন ধরে ভালো চাকরির অপেক্ষায় আছেন তাদের কাছে সুবর্ণ সুযোগ। এই পদগুলিতে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই এখানে আবেদন যোগ্য।
পদের নাম— Various (Management & Others)
মোট শূন্যপদ— ৬,০০০ টি।
শিক্ষাগত যোগ্যতা— সংশ্লিট ক্ষেত্রের বিভিন্ন পদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতর প্রয়োজন। মূলত স্নাতক অথবা স্নাতকোত্তর, ম্যানেজমেন্ট এবং ডিপ্লোমা, ইঞ্জিনিয়ারিং অথবা ট্রেড ট্রেনিং সম্পর্কিত উচ্চ শিক্ষার ডিগ্রী প্রাপক প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
মাসিক বেতন— নিয়োগ প্রাপ্ত প্রত্যেক প্রার্থীকে পদের নিরিখে সর্বনিম্ন ২৪,৫০০/- টাকা থেকে সর্বোচ্চ ৬৮,৩০০/- টাকা পর্যন্ত পারিশ্রমিক দেওয়া হবে।
বয়সসীমা— উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি— অনলাইনের মাধ্যমে এখানে আবেদন জানাতে হবে। সংস্থার রিক্রুটমেন্ট পোর্টালের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে পারবেন প্রার্থীরা। নির্দিষ্ট ওয়েবসাইটে উল্লেখিত প্রতিটি পদের পাশেই আবেদনের অপশন আছে। সেই অপশনে ক্লিক করলে অনলাইন আবেদনপত্রের উইন্ডো ওপেন হবে। উক্ত আবেদনপত্রে উল্লেখিত সমস্ত তথ্যগুলি সঠিক ভাবে পূরণ করে সাবমিট অপশনে ক্লিক করলে আবেদন নথিভুক্ত হয়ে যাবে।
আবেদনের শেষ তারিখ— ৮ আগস্ট, ২০২৪।