স্বাস্থ্য দপ্তরে চাকরি
জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে জেলা ভিত্তিক ভাবে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সম্প্রতি। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের সংশ্লিট জেলার চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।
Employment No.— DH&FWS/JGM/2024/1103
পদের নাম— Various Medical Staff
মোট শূন্যপদ— Clinical Psychologist- ৩ টি, Medical Officer- ৩ টি, Specialist Medical Officer (Paediatrics)- ১ টি, Specialist Medical Officer (Medicine)- ১ টি, Staff Nurse- ১ টি, Community Health Assistant- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা— বিভিন্ন পদের ক্ষেত্রে আবেদনের জন্য বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে। প্রধানত সমস্ত আবেদনকারীকে ন্যাশনাল মেডিকেল কাউন্সিল স্বীকৃত ইনস্টিটিউট থেকে এমবিবিএস উত্তীর্ণ হয়ে থাকতে হবে। স্টাফ নার্স এবং কমিউনিটি হেলথ এসিস্টেন্ট পদের জন্য প্রার্থীদের ভারতীয় নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত ANM, GNM অথবা B. Sc. নার্সিং কোর্স সম্পন্ন করে থাকতে হবে
মাসিক বেতন— পদের ভিত্তিতে সর্বনিম্ন ১৩,০০০/- টাকা থেকে সর্বোচ্চ ৬০,০০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে প্রার্থীদের।
বয়সসীমা— নূন্যতম ২১ বছর বয়স থেকে পদ অনুযায়ী সর্বাধিক ৬২ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন আগ্রহী আবেদনকারীরা
আবেদন পদ্ধতি— এখানে চাকরির জন্য প্রার্থীরা কেবলমাত্র অনলাইনে আবেদন জানাতে পারেবন। রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইট, জেলা দপ্তরের ওয়েবসাইট মারফত আবেদন নথিভুক্ত করা যাবে। অনলাইন আবেদনপত্র ধাপে ধাপে সঠিক ভাবে পূরণ করতে হবে। সমস্ত তথ্য পূরণের পর প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে আবেদন ফি জমা করতে হবে।
আবেদন ফি— সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ৫০/- টাকা এবং অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ১০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন ফি জমা করা যাবে।
আবেদনের শেষ তারিখ— ১৭ জুলাই, ২০২৪।