রূপশ্রী’ প্রকল্পের অধীনে রাজ্যের নির্দিষ্ট জেলা শাসক দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল সম্প্রতি। উল্লেখিত বিজ্ঞপ্তির মাধ্যমে একাউন্টেন্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হবে। আবেদিনকারীকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে অর্থাৎ পশ্চিমবঙ্গের জেলাগুলি থেকে আগ্রহী প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন
Employment No.— 41/RUP/SW
পদের নাম— Data Entry Oparator
মোট শূন্যপদ— ১ টি।
শিক্ষাগত যোগ্যতা— কম্পিউটার অপারেটিং সম্পর্কে প্রাথমিক ধারণা সহ 30wpm স্পিডে টাইপিং জানা যে কোনো স্নাতক উত্তীর্ণ প্রার্থী এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন আবেদনকারী।
মাসিক বেতন— এই পদে কর্মরত প্রার্থীর মাসিক বেতন হল ১১,০০০/- টাকা।
বয়সসীমা— আগ্রহী আবেদনকারীর বয়স সর্বাধিক ৪০ বছর অথবা তার নিচে হতে হবে
পদের নাম— Accountant
মোট শূন্যপদ— ১ টি।
শিক্ষাগত যোগ্যতা— কম্পিউটার অপারেটিং সম্পর্কে প্রাথমিক ধারণা থাকা যে কোনো কমার্স গ্রাজুয়েট প্রার্থী এখানে কাজের জন্য আবেদন জানাতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন আবেদনকারী।
মাসিক বেতন— এই পদে কর্মরত প্রার্থীর মাসিক বেতন হল ১৫,০০০/- টাকা।
বয়সসীমা— আগ্রহী আবেদনকারীর বয়স সর্বাধিক ৪০ বছর অথবা তার নিচে হতে হবে।
আবেদন পদ্ধতি— অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে প্রার্থীদের। জেলা দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তির নিচে আবেদনপত্র দেওয়া হয়েছে। উক্ত আবেদনপত্র প্রিন্ট করে তাতে যাবতীয় তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। পূরণকরা আবেদনপত্রে নিজের সাম্প্রতিক রঙিন ছবি যুক্ত করে আবেদনপত্রের নিচে নিজের সাক্ষর করতে হবে। এরপর পূরণ করা আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রগুলি যুক্ত করে সম্পূর্ণ আবেদনপত্রটি জেলা দপ্তরের নির্দিষ্ট ড্রপ বক্সে জমা দিতে হবে।
নিয়োগ পদ্ধতি— ৫০ নম্বরের লিখিত পরীক্ষা, ৪০ নম্বরের কম্পিউটার টেস্ট এবং ১০ নম্বরের ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ— ৮ জুলাই, ২০২৪।