ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ
নতুন করে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে ইন্ডিয়ান ব্যাঙ্ক এর তরফ থেকে। অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গের মধ্যেও রয়েছে বেশ কিছু শূন্যপদ। নিয়োগ করা হচ্ছে মোট ১৫০০ টি শূন্যপদে Apprenticeship পদে।
Apprenticeship পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন ২০ বছর বয়স থেকে সর্বোচ্চ ২৮ বছর বয়সের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা প্রত্যাশা মতোই বয়সের ছাড় পাবেন।
Apprenticeship পদে কর্মরত প্রার্থীরা আপাতত প্রতি মাসে ১২ হাজার টাকা থেকে ১৫হাজার টাকা পর্যন্ত ভাতা পাবেন। শহরাঞ্চলে (Metro/ Urban Branches) কর্মরত প্রার্থীদের ১৫ হাজার টাকা করে এবং গ্রামাঞ্চলে (Rural /Semi Urban Branches) কর্মরত প্রার্থীদের ১২ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে।
এছাড়াও শিক্ষানবিশ পদে আবেদনকারীদের যেকোনো সরকারি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রী করা থাকতেই হবে। অথবা কেন্দ্রীয় সরকার কর্তৃক স্বীকৃত সমমানের যোগ্যতা অর্জন করে থাকতে হবে।
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের Indian Bank Apprenticeship পদে আবেদন করতে হবে অনলাইনে। এরজন্য www.indianbank.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এরপর Engagement of Apprentice এ ক্লিক করুন।https://ibpsonline.ibps.in/ibeappjul24/এরপর “Click here for New Registration” এ ক্লিক করে অনলাইন আবেদন সম্পন্ন করুন 31/07/2024 তারিখের মধ্যে। আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটhttps://www.indianbank.in/ থেকে ভালো যোগ্যতা দেখে নিয়ে আবেদন করুন।
Detailed-advertisement-for-Engagement-of-Apprentices-under-the-Apprentices-Act-1961