‘আয়ুষ’ প্রকল্পে মাসিক বেতন ১৫ হাজার টাকার বিনিময়ে চুক্তিভিত্তিক নিয়োগ

 ‘আয়ুষ’ প্রকল্পে চাকরির সুযোগ 

কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য দপ্তরের  ‘ন্যাশনাল আয়ুষ মিশন’ প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে কোনো ভারতীয় নাগরিক এখানে আবেদন জানাতে পারবেন।

  • Employment No.— DH&FWS/APD/24-25/396
  • পদের নাম— Multi Purpose Worker
  • মোট শূন্যপদ— ২ টি।
  • শিক্ষাগত যোগ্যতা— আগ্রহী প্রার্থীকে

১। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো একটি বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি পেতে হবে।

২। কমপক্ষে ১ বছরের কম্পিউটার ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে।

৩। MS Word, MS Excel এবং MS Power Point-র  কাজ করায় দক্ষ হতে হবে।

এই পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিভাগীয় বিষয়গুলির যে কোনো একটিতে ন্যূনতম স্নাতক উত্তীর্ণ হয়ে থাকতে হবে। পাশাপাশি প্রার্থীকে কমপক্ষে ১ বছরের কম্পিউটার ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট রাখতে হবে। একইসঙ্গে, MS Word, MS Excel এবং MS Power Point সফটওয়্যারে কাজ করায় দক্ষ হতে হবে।

  • মাসিক বেতন—  ১৫,০০০/- টাকা।
  • বয়সসীমা ২১ থেকে ৪০ বছরের মধ্যে (জন্মঃ  ১লা ১৯৮৪ – ১লা জানুয়ারি ২০০৩) ।
  • আবেদন পদ্ধতি— অফলাইনের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে হবে। জেলা দপ্তর থেকে প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তির নিচের অংশে থাকা আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। প্রিন্ট করা আবেদনপত্রের ফাঁকা জায়গাগুলিতে নির্ভুলভাবে সমস্ত তথ্য লিখতে হবে। আবেদনপত্রের সঠিক জায়গায় প্রার্থীকে নিজের সাম্প্রতিক রঙিন ছবি লাগাতে হবে। এরপর সমস্ত প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে সেগুলি একটি মুখ বন্ধ খামে ভরে সংশ্লিষ্ট জেলা দপ্তরের ঠিকানায় জমা করতে হবে।

  • আবেদনপত্র জমা করার ঠিকানা— Office of the Chief Medical Officer of Health and Member Secretary, D.H. & F.W.S. Babupara, Maya Talkies Road, Ward No. XII, P.O. & Dist. : Alipurduar, PIN : 736121

  • আবেদন ফি— সংশ্লিষ্ট পদগুলির ক্ষেত্রে আবেদন জানানোর জন্য সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ৫০/- টাকা এবং অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ১০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে।
  • আবেদনের শেষ তারিখ— ২৯ আগস্ট, ২০২৪।

অফিসিয়াল ওয়েবসাইটঃ  https://alipurduar.gov.in/notice_category/recruitment/

ফর্মটি ডাউনলোড করুনঃ 

 2024080539

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *