WBPSC Food SI Exam Update:
রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত ফুড সাব-ইন্সপেক্টর নিয়োগের পরীক্ষায় দুর্নীতি সংক্রান্ত লেটেস্ট আপডেট উঠে আসছে। লোকসভা ভোটের পূর্বে রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন ৪৩০ টি শূন্যপদের জন্য রাজ্যে ফুড সাব-ইন্সপেক্টর নিয়োগের পরীক্ষা আয়োজন করেছিল।
বহু সংখ্যক পরীক্ষার্থী থাকায় দু’দিন ব্যাপী ৬ টি আলাদা শিফটে পরীক্ষা গ্রহণ করেছিল কমিশন। পরীক্ষা শেষ হতে না হতেই এই নিয়োগের পরীক্ষায় দুর্নীতির অভিযোগ সামনে আসে। পরীক্ষার্থীদের একাংশ দাবি করেন পরীক্ষার পূর্বেই সোশ্যাল মিডিয়াতে প্রশ্নপত্র এবং উত্তরপত্র ভাইরাল করা হয়েছে। সংশ্লিষ্ট দাবির উপর ভিত্তি করে পরীক্ষার শেষে পাবলিক সার্ভিস কমিশনের দপ্তরে বিক্ষোভ দেখান পরীক্ষার্থীরা। পরবর্তীতে আইনি পদক্ষেপ গ্রহণ করার জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন পরীক্ষার্থীরা সেই মামলাতেই এবার নতুন তথ্য উঠে এল।
নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণে এই দুর্নীতির তদন্ত চালাচ্ছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। দীর্ঘ কয়েক মাস যাবত এই দুর্নীতির তদন্তের পরে দু’জনকে গ্রেফতার করল সিআইডি। সিআইডি সূত্রে খবর, ধৃতদের মধ্যে একজন ওই ঘটনার ‘মাস্টারমাইন্ড’। এই দুর্নীতির পিছনে সম্পূর্ণ পরিকল্পনা তার ছিল। মূল অভিযুক্তের কাছ থেকে ১১ টি মোবাইল ফোন এবং একাধিক ব্যাঙ্কের পাস বই পাওয়া গেছে।
একই সঙ্গে এই তদন্তে একজন সরকারি আধিকারিককেও গ্রেফতার করা হয়েছে বলে সুত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। পরীক্ষার হলে পরীক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে প্রশ্নের উত্তর পাঠানো হয়েছে বলে অভিযোগ উঠেছিল পরীক্ষা চলাকালীন। রাজ্য পুলিশের সিআইডি তল্লাশি চালিয়ে নদীয়ার কল্যাণী থেকে শঙ্কর বিশ্বাস নামে মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধুবুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে আরেক অভিযুক্ত পাপাই দাসকে।