ভারতীয় সেনার ৮ টি বিভাগে GD Constable নিয়োগ
মাধ্যমিক পাশ যোগ্যতার ভিত্তিতে ভারতীয় সেনার ৮ টি বিভাগে GD Constable নিয়োগের জন্য অনলাইনে আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হল। স্টাফ সিলেকশন কমিশনের বার্ষিক এক্সাম ক্যালেন্ডার অনুযায়ী এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতীয় সেনার BSF, CISF, CRPF, SSB, ITBP, AR, SSF এবং NCB বিভাগে এই কনস্টেবল নিয়োগ করা হবে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার পুরুষ এবং মহিলা চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
Employment No.— Constable (GD) in Central Armed Police Forces (CAPFs) and SSF, Rifleman (GD) in Assam Rifles, and Sepoy in Narcotics Control Bureau Examination-2025
SSC GD Constable Recruitment 2025
পদের নাম— SSC GD Constable
মোট শূন্যপদ— ৩৯,৪৮১ টি। পুরুষ- ৩৫,৬১২ টি (UR- ১৫,০৯৪ টি, EWS- ৩৪৯৬ টি, OBC- ৭৭৪৭ টি, ST- ৪০২১ টি, SC- ৫২৫৪ টি।), মহিলা- ৩৮৬৯ টি (UR- ১৬৮৮ টি, EWS- ৩৫৫ টি, OBC- ৮২৯ টি, ST- ৪৩৩ টি, SC- ৫৬৪ টি।)
শিক্ষাগত যোগ্যতা— যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নূন্যতম মাধ্যমিক পাশ করে থাকলে এখানে আবেদন জানাতে পারবেন প্রার্থীরা।
মাসিক বেতন— কেন্দ্রীয় সরকারের বেতন কমিশন অনুযায়ী ভারতীয় সেনার এই পদগুলিতে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন হল ১৮,০০০/- টাকা থেকে ৫৬,৯০০/- টাকা। NCB বিভাগের প্রার্থীদের মাসিক বেতন ২১,৭০০/- টাকা থেকে ৬৯,১০০/- টাকা।
বয়সসীমা— যে সব প্রার্থীদের জন্ম তারিখ ২ জানুয়ারি, ২০০২ থেকে ১ জানুয়ারি, ২০০৭ তারিখের মধ্যে অর্থাৎ বয়স নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৩ বছর সেই সমস্ত প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। ওবিসি শ্রেণীর প্রার্থীদের ৩ বছর এবং তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের ৫ বছরের বয়সের ছাড় থাকবে।
আবেদন পদ্ধতি— ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। SSC ‘র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। যে সকল প্রাথীর নতুন ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা নেই তাদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর আবেদন করার পেজে সঠিক ভাবে প্রতিটি প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। তথ্য সঠিভাবে পূরণের পর সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। ডকুমেন্ট আপলোড হয়ে যাওয়ার পর পেমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
আবেদন ফি— আবেদন ফি বাবদ Unreserved, OBC এবং EWS প্রার্থীদের ক্ষেত্রে ১০০/- টাকা ধার্য করা হয়েছে। SC, ST, Women, Ex-servicemen প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না। আবেদন ফি জমা করা যাবে BHIM UPI, Net Banking, Credit Card, Debit card ও SBI Challan -এর মাধ্যমে।
নিয়োগ পদ্ধতি— প্রার্থীদের কম্পিউটার বেসেড টেস্ট, ফিজিক্যাল টেস্ট ও মেডিকেল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। কম্পিউটার বেসেড টেস্টে ৮০ টি প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান ২ নং করে। পরিক্ষার সময় ১ ঘন্টা।
শারীরিক যোগ্যতা— পুরুষদের ৫ কিমি দৌড় ২৪ মিনিটের মধ্যে এবং ১.৬ কিমি দৌড় ৭ মিনিটের মধ্যে সম্পন্ন করতে হবে। উচ্চতা ১৭০ সেমি। ছাতির উচ্চতা ৮০ সেমি, নূন্যতম এক্সপ্রেশন ৫ সেমী। মহিলাদের ১.৬ কিমি দৌড় ৮.৩০ মিনিটের মধ্যে এবং ৮০০ মিটার দৌড় ৫ মিনিটের মধ্যে সম্পন্ন করতে হবে। উচ্চতা ১৫৭ সেমি।
প্রয়োজনীয় ডকুমেন্ট— আধার কার্ড, ভোটার কার্ড, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, জাতি শংসাপত্র (যদি উপলব্ধ থাকে), সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি।
আবেদনের শেষ তারিখ— অনলাইনের আবেদন চলবে আগামী ১৪ অক্টোবর, ২০২৪ তারিখ পর্যন্ত। আবেদনকরার সময় কোনো অনিচ্ছাকৃত ভুল হলে তা সংশোধন করা যাবে ৫ নভেম্বর, ২০২৪ তারিখ থেকে ৭ নভেম্বর, ২০২৪ তারিখের মধ্যে।
Official Notification: NOTICE