S.N. Bose National Centre -এ গ্রুপ- সি কর্মী নিয়োগ

S.N. Bose National Centre -এ গ্রুপ- সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।

রাজ্যে নতুন চাকরির বিজ্ঞপ্তি। S.N. Bose National Centre -এ গ্রুপ- সি কর্মী নিয়োগের নোটিস জারি হয়েছে।

পদের নাম
গেস্ট হাউস অ্যাসিস্ট্যান্ট

শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের জন্য যে কোনও স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। সঙ্গে হিন্দি এবং ইংরেজি পড়তে এবং বলতে জানতে হবে।

অন্যান্য যোগ্যতা
প্রার্থীকে মিটিংয়র কার্যপ্রণালী, মিটিং পরিচালনা, অফিস ব্যবস্থাপনা ও পরিচালনা বিষয়ে অভিজ্ঞ হতে হবে।

বয়সসীমা
এই পদে ১৮ থেকে ২৫ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বেতন
কেন্দ্রীয় সরকারের 7th CPC অনুযায়ী মাসের শুরুতে ইন হ্যান্ড স্যালারি হবে ৩৭,২৪৮ টাকা।

আবেদন পদ্ধতি
প্রার্থীদের আবেদন পূরণ করে অফলাইনে জমা করতে হবে। খামের উপরে লিখতে হবে ‘Application for the position of Guest House Assistant’

আবেদন জমা দেওয়ার ঠিকানা
Registrar, S.N. Bose National Centre for Basic Sciences, Block JD, Sector-III, Salt Lake, Kolkata-700106

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ
২৫ অক্টোবর ২০২৪

OFFICIAL NOTIFICATION : NOTICE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *