রুপশ্রী প্রকল্প কি?
রাজ্য সরকারের একটি উদ্যোগ, যার মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে পড়া দরিদ্র পরিবারের মেয়েদের বিবাহের জন্য পশ্চিমবঙ্গ সরকার রুপশ্রী প্রকল্প নামে একটি প্রকল্প চালু করেছেন।এই প্রকল্পের অধীনে যেসকল পরিবারের বার্ষিক আয় 1 লক্ষ 50 টাকার কম, সেই সমস্ত পরিবারের মেয়ের বিবাহের সময় এককালীন 25 হাজার টাকা আর্থিক অনুদান দিবে পশ্চিমবঙ্গ সরকার।
রুপশ্রী প্রকল্পে আবেদন করার শর্ত?
1) পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
2) পরিবারের বার্ষিক ইনকাম 1 লক্ষ 50 হাজার টাকা কম থাকতে হবে।
3) আবেদনকারীর(পাত্রীর) বয়স অবশ্যই কমপক্ষে 18 বছর হতে হবে।
4) তার(পাত্রীর) আবেদন জমা দেওয়ার দিন পর্যন্ত তাকে অবিবাহিতা হতে হবে।
5) প্রস্তাবিত বিবাহটি তার(পাত্রীর) প্রথম বিবাহ হতে হবে।
6) তার প্রস্তাবিত পাত্রের বয়স অবশ্যই কমপক্ষে 21 বছর হতে হবে।
7) আবেদনকারীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।
8) অবিবাহিত ও বাৎসরিক আয়ের ঘোষনা জমা দিতে হবে।
রুপশ্রী প্রকল্পে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে? রূপশ্রী ফর্ম ফিলাপ করতে কি কি ডকুমেন্ট লাগবে?
1) পাত্রীর বয়সের ও ঠিকানার প্রমাণ পত্র।
2) পাত্রের বয়সের ও ঠিকানার প্রমাণ পত্র।
3) ফর্মের সাথে দুই কপি পাসপোর্ট সাইজের কালার ছবি (পাত্রী ও পাত্রের) দিতে হবে।
4) রুপশ্রী প্রকল্পের ফর্মের সাথে বিবাহের নিমন্ত্রন কার্ড দিতে হবে।
5) আবেদনকারীর(পাত্রীর) নিজস্ব ব্যাঙ্কের পাশবই এর প্রথম পাতা।
রুপশ্রী প্রকল্পের টাকা কবে দেওয়া হবে?
রুপশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার এককালীন, আর্থিকভাবে পিছিয়ে পড়া দরিদ্র পরিবারের মেয়েদের বিবাহের জন্য 25 হাজার টাকা দিয়ে থাকে। এরজন্য বিয়ের এক মাস আগে(যতটা সম্ভব) আবেদন পত্র সঠিক ভাবে ফিলাপ করে ডকুমেন্টস সহকারে জমা করতে হবে। এরপর আবেদনের ভিত্তিতে আধিকারিকেরা বাড়ি গিয়ে তার সত্যতা নিশ্চিত করে, বিয়ের আগে কিংবা তার কয়েকদিন পরেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে 25 হাজার টাকা পাঠিয়ে দিবে রাজ্য সরকার।
রুপশ্রী প্রকল্প আবেদন পদ্ধতি? রূপশ্রী প্রকল্পের ফর্ম ফিলাপ 2024?
রুপশ্রী প্রকল্পে আবেদন করতে হবে অফলাইনে। এরজন্য নিকটবর্তী বিডিও অফিসে কিংবা SDO/KMC থেকে আবেদন ফর্ম সংগ্রহ করে তা সঠিকভাবে ফিলাপ করে সেখানেই জমা করুন।
রুপশ্রী প্রকল্পের ফর্ম কোথায় জমা করবেন?
সকল প্রয়োজনীয় কাগজপত্র এবং শংসাপত্র দিয়ে সম্পূর্ণ আবেদনপত্রটি আবেদনকারীর বসবাসের এলাকার সংশ্লিষ্ট ব্লক অফিসে, সাব-ডিভিশন অফিসে অথবা মিউনিসিপাল কর্পোরেশনের কমিশনারের অফিসে জমা দিতে হবে এবং প্রস্তাবিত বিবাহের তারিখের 30 থেকে 60 দিন আগে জমা দিতে হবে।
রুপশ্রী প্রকল্পের টাকা কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে?
অনুসন্ধানকারী আধিকারিক আবেদনকারীর বসবাসের এলাকায় আবেদনপত্র এবং সংশ্লিষ্ট তথ্যাদি অনুসন্ধান করে রিপোর্ট জমা দেবেন। অনোমোদনকারী আধিকারিক (বি.ডি.ও/এস.ডি.ও/কমিশনার) সফলভাবে যাচাই করা আবেদনপত্রগুলি অনুমোদন করবেন এবং নেতিবচক তথ্য সম্বলিত আবেদনপত্রগুলি বাতিল করবেন। ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার অনুমোদনপ্রাপ্ত আবেদনকারীকে অনুমোদিত অর্থ সরাসরি তার ব্যাঙ্কে ট্রান্সফার করবেন। এখন এটি সম্পূর্ণভাবে অনলাইন পদ্ধতি এবং এই ওয়েসাইটটি হল www.wbrupashree.gov.in