BLRO অফিসে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ

পশ্চিমবঙ্গ সরকারের ভূমি দপ্তরে চুক্তিভিত্তিক গ্রুপ- সি কর্মী নিয়োগ

Employment No.- 1657/ DLLRO/ 2024
Recruitment Agency- West Bengal Land & Land Reforms Department

পদের নাম- ডাটা এন্ট্রি অপারেটর (DEO- গ্রুপ- সি)
মোট শূন্যপদ- ১৬ টি।
এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে। নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ১৬০০০/- টাকা বেতন দেওয়া হবে।

এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। সঙ্গে জানতে হবে কম্পিউটারে MS Office এবং Internet.

নিয়োগের স্থান- নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায়। উপরোক্ত পরে আবেদন করার জন্য আবেদনকারীকে উত্তর দিনাজপুর জেলা স্থায়ী বাসিন্দা হতে হবে।

আবেদন পদ্ধতি- আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনে। উত্তর দিনাজপুর জেলার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন চলবে আগামী ২২ অক্টোবর পর্যন্ত।

ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ এর মাধ্যমে। লিখিত পরীক্ষা হবে ৫০ নম্বরের, প্রশ্ন থাকবে MCQ টাইপের। লিখিত পরীক্ষায় ইংরেজি থেকে ১০ নম্বর, গণিত থেকে ১০ নম্বর, জেনারেল নলেজ থেকে ১০ নম্বর, কম্পিউটার থেকে ২০ নম্বরের প্রশ্ন আসবে।

লিখিত পরীক্ষায় পাশ করলে কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে। কম্পিউটার টেস্ট হবে ৪০ নম্বরের। শেষে থাকবে ১০ নম্বরের ইন্টারভিউ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *