রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ

রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ

রাজ্যের ফ্রেশার্স প্রফেশনাল চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্স দপ্তরের বেশ কিছু শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সম্প্রতি। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এই সংস্থার কলকাতা বিভাগেও বেশ কিছু শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। যোগ্যতার ভিত্তিতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই আবেদনযোগ্য।

Employment No.— 01(YP)/2024/ERO

পদের নাম— ERO & Catering
মোট শূন্যপদ— ৪ টি।
শিক্ষাগত যোগ্যতা— এই সকল পথগুলিতে আবেদন করার জন্য আবেদনকারীদের যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর সহ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। সেই সঙ্গে স্নাতক, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা বিটেক ডিগ্রী অর্জন করে থাকতে হবে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর সহ।

মাসিক বেতন— নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের দুবছরের চুক্তির ভিত্তিতে মাসিক ৭০,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

বয়সসীমা— আগ্রহী আবেদনকারীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে। বয়স হিসাব করতে হবে ২ জুন, ২০২৪ তারিখ অনুযায়ী।

আবেদন পদ্ধতি— সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন প্রার্থীরা। সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনকারীদের নিজের রেজিস্ট্রেশন করতে হবে। এরপর লগইন করে অনলাইন আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্যগুলি নির্ভুলভাবে পূরণ করতে হবে। পূরণ করা তথ্যগুলির সাপেক্ষে নির্দিষ্ট ডকুমেন্ট গুলি নির্দেশ অনুযায়ী আপলোড করতে হবে। সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর এবং ডকুমেন্টগুলি আপলোড হওয়ার পর আবেদন পত্র সাবমিট করতে হবে।

আবেদনের শেষ তারিখ— সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আবেদনের নির্দিষ্ট কোন শেষ তারিখ জানানো হয়নি।

মূল নোটিফিকেশন