ভারতের ভূগোল

ভারতে জনসংখ্যা বন্টনে তারতম্যের কারণ

ভারতে জনসংখ্যা বন্টনঃ

ভারতের সব জায়গায় জনসংখ্যার বন্টন সমান নয়। কোথায় বেশি, কোথাও কম। এই অসম বন্টনের কারণগুলি হল-

প্রাকৃতিক কারণঃ  

ভূপ্রকৃতিঃ 

উত্তর পূর্ব ভারত ও দক্ষিন ভারতের পার্বত্য বন্ধুর ভূ-প্রকৃতির জন্য এই সব অঞ্চল জন বিরল। অপর দিকে সমতল উপকূলীয় সমভূমি কৃষি শিল্প ও পরিবহনে উন্নত বলে জনবহুল ।

জলবায়ুঃ

উত্তর-পূর্ব ভারতের সমভূমি অঞ্চলের অনুকূল জলবায়ুর জন্য জনঘনত্ব বেশি । অপর দিকে হিমালয় পার্বত্য অঞ্চলে অতি শীতলতা, রাজস্থানে থর মরুভূমি অঞ্চলে অতি উষ্ণতার কারণে জনসংখ্যার বন্টন কম।

 মৃত্তিকাঃ 

উর্বর মৃত্তিকার কারণেই গাঙ্গেয় সমভূমি ও উপকূলীয় সমভূমি জনবহুল। আবার হিমালয় পার্বত্য অঞ্চলের অনুর্বর পডসল মৃত্তিকার কারণে এই অঞ্চল জনবিরল।

 নদনদীঃ 

উত্তর ভারতের গঙ্গা , সিন্ধু ও  ব্রহ্মপুত্র , মহানদী, গোদাবরী , কৃষ্ণা , কাবেরী প্রভৃতি নদী উপত্যাকায় জলসেচ , জলবিদ্যুৎ উৎপাদন, পরিবহণ ও মৎস চাষের অধিক সুবিধা থাকায় জনঘনত্ব বেশি।

অরণ্যঃ   

পশ্চিমঘাট পর্বতের পশ্চিমঢাল এবং পূর্ব হিমালয়ের পাদদেশে গভীর অরন্যের জন্য লোক বসতি কম।

সাংস্কৃতিক কারণঃ  

যোগাযোগ ব্যবস্থাঃ 

সহজ যোগাযোগ ব্যবস্থা জনবসতিকে প্রভাবিত করে। যেমন-উত্তর ভারতের সমভূমি অঞ্চলে সড়ক পথ, রেলপথ ও জলপথের সুবিধা থাকায় জনবসতি বেশি আর মধ্যপ্রদেশ বা ওড়িষ্যার অনেক জায়গায় অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে জনবসতি একদম বিরল।

শিল্পাঞ্চলঃ 

শিল্পাঞ্চলে বহুমানুষের জীবিকার সংস্থান হয় বলে কলকাতা বা আসানসোল শিল্পাঞ্চলের জনঘনত্ব বেশি।

অন্যান্য কারণঃ  

পর্যটন কেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র , সীমান্তবর্তী শহর, ঐতিহাসিক স্থান, শিক্ষাকেন্দ্র, ধর্মীয় স্থান প্রভৃতি ক্ষেত্রে কতকগুলি অবস্থান গত অনুকূল পরিবেশের জন্য জনঘনত্ব বেশি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *