রাজ্যের হাসপাতালে ডেটা ম্যানেজার নিয়োগ

ইন্টারভিউয়ের মাধ্যমে হাসপাতালে ডেটা ম্যানেজার নিয়োগ

রাজ্যে জেলা মেডিকেল কলেজ ও হসপিটাল থেকে বিভিন্ন পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। নিয়োগ করা হচ্ছে লিখিত পরীক্ষা ছাড়াই! প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউ এর মাধ্যমে।

পদের নামঃ– ডেটা ম্যানেজার (Data Manager)।

বেতনঃ– ডেটা ম্যানেজার পদে কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন রয়েছে 15 হাজার টাকা করে।

বয়সঃ– এই পদে আবেদন করার জন্য বয়স থাকতে হবে, 01/07/2024 তারিখ অনুযায়ী হিসেব করে সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে।

যোগ্যতাঃ– ডেটা ম্যানেজার পদে আবেদন করার জন্য, প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক পাশ। এর পাশাপাশি কম্পিউটার অ্যাপলিকেশনের অভিজ্ঞতা ও সার্টিফিকেট থাকতে হবে।

পদের নামঃ– কাউন্সেলর (Counsellor)।

বেতনঃ– কাউন্সেলর পদে কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন রয়েছে, 20 হাজার টাকা করে।

বয়সঃ– এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স থাকতে হবে, 01/07/2024 তারিখ অনুযায়ী হিসেব করে সর্বোচ্চ 50 বছর বয়সের মধ্যে।

যোগ্যতাঃ– কাউন্সেলর পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, Graduate করা থাকতে হবে Psychology / Social Work / Sociology বিষয়ে।

পদের নামঃ– স্টাফ নার্স (Staff Nurse)।

বেতনঃ– স্টাফ নার্স পদে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন থাকবে, 20 হাজার টাকা করে।

বয়সঃ– এছাড়াও এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স থাকতে হবে, সর্বোচ্চ 50 বছর বয়সের মধ্যে। আর বয়স হিসেব করা হবে, 01/07/2024 তারিখ অনুযায়ী।

যোগ্যতাঃ– এই পদে আবেদন করার জন্য, প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে করা হয়েছে A.N.M / G.N.M / B.sc Nursing করা থাকতে হবে ও কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

আবেদন পদ্ধতিঃ– আগ্রহী ও যোগ্য প্রার্থীদের এই সমস্ত পদে আবেদন করতে হবে অফলাইনে। তবে আগে থেকো কোথাও আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউ এর দিন নির্দিষ্ট ঠিকানায় সংশ্লিষ্ট নথি সহ উপস্থিত থাকতে হবে।

ইন্টারভিউ এর তারিখঃ 29/10/2024 তারিখে দুপুর 1 টার মধ্যে উপস্থিত হতে হবে।

ইন্টারভিউ এর স্থানঃ– College Council Room, Office of the Principal, Murshidabad Medical College & Hospital, Berhampore, Murshidabad.

official notification: NOTICE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *