ভারতীয় সেনাবাহিনীতে কনস্টেবল নিয়োগ

উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে

ভারতীয় সেনার সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বিভাগের পক্ষ থেকে কনস্টেবল পদে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। এই নিয়োগ কেবলমাত্র পুরুষ চাকরিপ্রার্থীদের জন্য।

Employment No.— RECRUITMENT OF CONSTABLE/FIRE (MALE)-2024 IN CISF

পদের নাম— Constable/Fire
মোট শূন্যপদ— ১১৩০ টি। (UR- ৪৬৬ টি, EWS- ১১৪ টি, SC- ১৫৩ টি, ST- ১৬১ টি, OBC- ২৩৬ টি।)
শিক্ষাগত যোগ্যতা— এই শূন্যপদগুলিতে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের যে কোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়ে থাকতে হবে। বিজ্ঞান বিভাগের বিষয়গুলি সহ উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়ে থাকতে হবে প্রার্থীদের।

শারীরিক যোগ্যতা— প্রত্যেক প্রার্থীকে ৫ কিলোমিটার দৌড় সম্পন্ন করতে হবে ২৪ মিনিট সময়ের মধ্যে। উচ্চতা— ১৭০ সেন্টিমিটার। ছাতি— ৮০-৮৫ সেন্টিমিটার। ন্যূনতম এক্সপেনশন ৫ সেন্টিমিটার।

মাসিক বেতন— কেন্দ্রীয় সরকারের বেতন কমিশনের সর্বশেষ সুপারিশ অনুযায়ী প্রার্থীদের মাসিক বেতন হলো ২১,৭০০/- টাকা থেকে ৬৯,০০০/- টাকা।
বয়সসীমা— আবেদনে ইচ্ছুক প্রার্থীদের বয়স ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৩ বছরের মধ্যে হতে হবে। জন্ম তারিখের নিরিখে প্রার্থীদের জন্ম তারিখ হতে হবে ১ অক্টোবর, ২০০১ তারিখ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০০৬ তারিখের মধ্যে। আবেদন জানানোর ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী ওবিসি শ্রেণীভুক্ত প্রার্থীদের ৩ বছর, তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত প্রার্থীদের ৫ বছর বয়সের ছাড় থাকবে।

আবেদন পদ্ধতি— CISF এর  অফিসিয়াল ওয়েবসাইট মারফত আবেদন নথিভুক্ত করতে হবে আগ্রহী প্রার্থীদের। অনলাইনে আবেদন জানানোর জন্য cisfrectt.cisf.gov.in ওয়েবসাইটে ভিজিট করতে হবে। উক্ত ওয়েবসাইটে প্রার্থীদের প্রথম রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়াতে প্রত্যেক প্রার্থীকে নিজের বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি ব্যবহার করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অনলাইন আবেদন পেজে সমস্ত তথ্য নির্ভুলভাবে পূরণ করে ডকুমেন্ট আপলোড করতে হবে। সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর এবং ডকুমেন্টগুলি আপলোড করার পর আবেদন ফি জমা করে আবেদন জমা করতে হবে।

আবেদন ফি— তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত আবেদনকারী, এক্স সার্ভিস ম্যান আবেদনকারী বাদে অন্যান্য সমস্ত শ্রেণীভুক্ত আবেদনকারীদের ১০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে।

লিখিত পরীক্ষা— শারীরিক যোগ্যতার মাপ কাঠিতে উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। লিখিত পরীক্ষায় জেনারেল ইন্টালিজেন্স, রিজিনিং, জেনারেল নলেজ, জেনারেল এওয়ারনেস, এলিমেন্টারি ম্যাথমেটিক্স এবং ইংরেজি অথবা হিন্দি বিষয় থেকে প্রশ্ন থাকবে।

আবেদনের শেষ তারিখ— সংশ্লিষ্ট এই নিয়োগের ক্ষেত্রে আবেদনপত্র এবং আবেদন ফি জমা করার শেষ তারিখ হল ৩০ সেপ্টেম্বর, ২০২৪।

Official Notification: CISF Notification

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *