পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য এবং সরবরাহ দপ্তরে নতুন নিয়োগ
পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের পক্ষ থেকে গুরুত্ত্বপূর্ণ কিছু শূন্যপদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মূল শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কম্পিউটার জানা চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। যে কোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের ২৩ টি জেলা থেকেই এখানে আবেদন জানাতে পারবেন। যোগ্যতার ভিত্তিতে পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থীরাই এখানে আবেদনযোগ্য।
Employment No.— 3099
পদের নাম— Project Manager, Data Analyst, Developer, IT Support
মোট শূন্যপদ— ৬ টি।
শিক্ষাগত যোগ্যতা— খাদ্য দপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী উপরে উল্লিখিত পদগুলিতে আবেদন জানানোর জন্য আগ্রহী প্রার্থীদের B.Tech, M.Tech, computer Science, MCA, MBA অথবা এইগুলির সমতুল্য যে কোনো বিষয়ে ফার্স্ট ক্লাস ডিগ্রী অর্জন করে থাকতে হবে।
মাসিক বেতন— পদের গ্রেড অনুযায়ী Project Manager এবং Data Analyst পদের মাসিক বেতন হল ২,২৫,০০০/- টাকা। Developer পদের মাসিক বেতন হল ৭০,০০০/- হাজার টাকা। IT Support পদের মাসিক বেতন হল ৪০,০০০/- হাজার টাকা।
আবেদন পদ্ধতি— অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন আগ্রহী প্রার্থীরা। এরজন্য আবেদনে ইচ্ছুক প্রার্থীকে food.wb.gov.in ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এরপর ওয়েবসাইটের রিক্রুটমেন্ট অপশন থেকে নির্দিষ্ট বিকল্প বেছে নিয়ে Apply Now অপশনে ক্লিক করতে হবে। এরপর প্রার্থীকে নিজের বৈধ মোবাইল নম্বর ব্যবহার করে মূল আবেদনের পেজটি খুলে নিতে হবে। এই পেজে সমস্ত প্রয়োজনীয় তথ্য নির্ভুল ভাবে পূরণ করে ডকুমেন্টস আপলোড করতে হবে।
নিয়োগ পদ্ধতি— শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ একাডেমিক স্কোরের ওপর ভিত্তি করে প্রার্থীদের শর্টলিস্টেড করা হবে। শর্টলিস্টেড প্রার্থীদের লিখিত পরীক্ষা, কোডিং টেস্ট এবং ইন্টারভিউর জন্য ডাক পাঠানো হবে।
আবেদনের শেষ তারিখ— ১৭ আগস্ট, ২০২৪।