মিড ডে মিল সুপারভাইজার পদে নিয়োগ
রাজ্যে BDO অফিসে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের Office Of The Block Development Officer এর অফিস থেকে। নিয়োগ করা হচ্ছে, মিড ডে মিল কর্মসূচিতে সুপারভাইজার পদে। উক্ত পদে রাজ্যের আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। ইতিমধ্যেই আবেদন পদ্ধতি শুরু হয়েছে।
নিয়োগ করা হবে Supervisor পদে Cooked Mid Day Meal প্রোগ্রামে। প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউ এর মাধ্যমে।সুপারভাইজার পদে কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন দশ হাজার টাকা করে।
Supervisor পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স থাকতে হবে সর্বোচ্চ ৬২ বছর বয়সের মধ্যে, বয়স হিসেব করতে হবে ০১-০১-২০২৪ তারিখ অনুযায়ী।
যে জেলায় নিয়োগ করা হচ্ছে, সেই জেলার স্থায়ী বাসিন্দা হলেই প্রার্থীরা Supervisor পদে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন। পাশাপাশি উক্ত পদে শুধুমাত্র অবসর প্রাপ্ত স্নাতক যোগ্যতা সম্পন্ন চাকরি প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনে। এরজন্য আবেদন ফর্ম সঠিকভাবে পূরণ করে, সমস্ত নথি সহ একসঙ্গে করে Post/Courier কিংবা সরাসরি নিজে গিয়ে জমা করুন The Office Of The Block Development Officer, Indas Development Block, District -Bankura এই ঠিকানায় 16/07/2024 তারিখের মধ্যে। আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশন ভালো ভাবে দেখে নিন।