রাজ্যে উচ্চ মাধ্যমিক পাশে চাকরি পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও অর্থ নিগম অফিসে

রাজ্যে উচ্চ মাধ্যমিক পাশে চাকরি WBMDFC

রাজ্যে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। নিয়োগ করা হচ্ছে Education Supervisor পদে যোগ্য প্রার্থীকে। এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও অর্থ নিগম অফিস অর্থাৎ West Bengal Minorities Development & Finance Corporation (WBMDFC) থেকে।

নিয়োগ করা হবে Education Supervisor পদে সম্পূর্ণ চুক্তিভিত্তিক ভাবে। প্রার্থী বাছাই করা হবে, লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ এর মাধ্যমে। আজকের প্রতিবেদনে দেখে নিন আবেদন পদ্ধতি কি রয়েছে এই পদে, মাসিক কত টাকা করে বেতন থাকবে এবং ইন্টারভিউ কবে অনুষ্ঠিত হবে ইত্যাদি বিস্তারিত তথ্য।

Education Supervisor পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স থাকতে হবে, সর্বনিম্ন 20 বছর বয়স থেকে সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে। প্রার্থীদর বয়স হিসেব করা হবে 01/01/2023 তারিখ অনুযায়ী।

Education Supervisor পদে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, উচ্চ মাধ্যমিক পাশ কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ থাকলে আবেদন করতে পারবেন। এর পাশাপাশি কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আবেদনের যোগ্য।

পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও অর্থ নিগম অফিস (WBMDFC) থেকে প্রকাশিত নোটিশে Education Supervisor পদে কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন কত টাকা করে দেওয়া হবে তা উল্লেখ করা হয়নি।

উক্ত পদে শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থীরাই আবেদন করতে পারবেন। অর্থাৎ মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এবং জোরোস্ট্রিয়ান (পার্সিয়ান) সম্প্রদায়ের প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন। এর পাশাপাশি যে জেলায় নিয়োগ করা হচ্ছে, সেই জেলার স্থানীয় বাসিন্দা হলে আবেদনের যোগ্য। বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করে নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অফিসিয়াল নোটিফিকেশন থেকে আবেদন পত্র বের করে তা সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর বিজ্ঞপ্তিতে উল্লেখিত সংশ্লিষ্ট নথি সহ নির্দিষ্ট ঠিকানায় যেতে হবে 24/07/2024 তারিখে। আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভালো ভাবে বিজ্ঞপ্তি দেখে নিয়ে আবেদন করুন।

NOTICE

মাধ্যমিক পাশে চাকরি এয়ারপোর্টে

4 thoughts on “রাজ্যে উচ্চ মাধ্যমিক পাশে চাকরি পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও অর্থ নিগম অফিসে

  1. Pingback: উত্তর ২৪ পরগণায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ – Shikshangan Institute

  2. kacang99 says:

    Hi, I do think this is an excellent blog. I stumbledupon it 😉
    I am going to come back once again since i have saved as a favorite it.

    Money and freedom is the best way to change, may you be rich
    and continue to guide other people.

  3. situs slot says:

    Nice post. I was checking constantly this blog and I’m
    impressed! Extremely useful info specifically the last part 🙂 I care for such info
    much. I was seeking this particular info for a very long time.
    Thank you and good luck.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *