Data Entry Operator চাকরি
রাজ্যে উচ্চ মাধ্যমিক পাশে চাকরি 2024। নিয়োগ করা হচ্ছে Data Entry Operator পদে, আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাশ। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, রাজ্যের Medical College & Hospital থেকে। ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হচ্ছে, অস্থায়ী এবং সম্পূর্ণ চুক্তিভিত্তিক ভাবে।
পশ্চিমবঙ্গের যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা Data Entry Operator পদে আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই আবেদন ফর্ম জমা নেওয়া শুরু হয়েছে। ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই নির্দিষ্ট সময়ের আগে আবেদন জানাতে হবে।
Data Entry Operator পদে আবেদন করার জন্য, আবেদনকারীর বয়স থাকতে হবে 28 বছর বয়সের মধ্যে।
বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে, Data Entry Operator পদে কর্মরত চাকরি প্রার্থীর মাসিক বেতন থাকবে 18 হাজার টাকা করে।
Data Entry Operator পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, উচ্চ মাধ্যমিক পাশ সাইন্স বিষয়ে। পাশাপাশি কম্পিউটার সার্টিফিকেট ও টাইপিং স্পিড ভালো থাকতে হবে। আরও কিছু অভিজ্ঞতার কথা বলা হয়েছে, বিজ্ঞপ্তি ডাউনলোড করে বিস্তারিত দেখুন।
DEO পদে প্রার্থীকে অবশ্যই নির্দিষ্ট সময়ের আগে আবেদন করতে হবে। এরজন্য আবেদন পত্র ও সমস্ত যোগ্যতার নথি সহ নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে স্পিড পোস্ট/কুরিয়ার কিংবা নিজে গিয়ে। আবেদন পত্র জমা করার ঠিকানা – The Office Of The Principal, Murshidabad Medical College & Hospital, Berhampore,Murshidabad, Station Road, West Bengal, Pin-742101 এবং আবেদনের শেষ তারিখ – 05/07/2024। ইন্টারভিউ এর তারিখ – 10/07/2024।