চাইল্ড হোমে চাকরি
রাজ্য সরকারের অধীনস্থ জেলা শিশু সুরক্ষা দপ্তরের চাইল্ড হোমে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সম্প্রতি। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার চাকরিপ্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে এখানে আবেদন জানাতে পারবেন।
Employment No.— 187/DCPU/KPG/2024
পদের নাম— Counsellor
মোট শূন্যপদ— ১ টি।
শিক্ষাগত যোগ্যতা— এই পদে আবেদন জানানোর জন্য আগ্রহী প্রার্থীকে যে কোনো সরকারি অথবা সরকারি স্বীকৃতি প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞান বিষয়ে স্নাতক অর্থাৎ গ্রাজুয়েশান পাশ করে থাকতে হবে।
মাসিক বেতন— এখানে কর্মরত প্রার্থীকে মাসিক ১৩,৫০০/- টাকা বেতন দেওয়া হবে।
বয়সসীমা— নূন্যতম ২১ বছর বয়স থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সের প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।
আবেদন পদ্ধতি— অফলাইনের মাধ্যমে নির্দিষ্ট আবেদনপত্র জমা করতে হবে প্রত্যেক প্রার্থীকে। অফিসিয়াল বিজ্ঞপ্তির নিচে আবেদনপত্র পেয়ে যাবেন প্রার্থীরা। উক্ত আবেদনপত্রে নাম, ঠিকানা, জন্ম তারিখ, জাতি, শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যগুলি পূরণ করতে হবে। সমস্ত তথ্য সঠিক ভাবে পূরণ করার পর আবেদনপত্রে নিজের সাম্প্রতিক রঙিন ছবি লাগিয়ে সাক্ষর করতে হবে। সবশেষে পূরণ করা আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র একত্রে করে সম্পূর্ণ আবেদনপত্রটি দপ্তরের নির্দিষ্ট অফিসে জমা করতে হবে।
নিয়োগ পদ্ধতি— সংশ্লিট পদের নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা হবে ৮০ নম্বরের এবং ইন্টারভিউ হবে ১০ নম্বরের।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা— Office of the District Child Protection Unit, Office of theDistrict Magistrate, Old Hotel Chimal, Ringkingpong Road, Kalimpong-734301
আবেদনের শেষ তারিখ— ১৯ জুলাই, ২০২৪।