বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ
রাজ্যে প্রাণী ও মৎস্য গবেষণা সংক্রান্ত কাজের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সম্প্রতি। ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নতুন এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারেবন। পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থীরাই এখানে আবেদনযোগ্য।
Employment No.— WBUAFS /DREF/ Res./VAS-126/ 423/2024
পদের নাম— Young Professional – I
মোট শূন্যপদ— ১ টি।
শিক্ষাগত যোগ্যতা— বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, অথবা মাইক্রোবায়োলজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জনকারী চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন— এই পদে কর্মরত প্রার্থীকে মাসিক ২৫,০০০/- টাকা পারিশ্রমিক দেওয়া হবে।
বয়সসীমা— সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপিতে আবেদনের বয়সসীমার কোনও উল্লেখ নেই। অতএব উল্লেখিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী প্রাপক যে কোনো চাকরিপ্রার্থী এখানে আবেদন জানাতে পারবেন।
আবেদন পদ্ধতি— এই নিয়োগের ক্ষেত্রে আলাদা কোনও আবেদন পদ্ধতি নেই। ইন্টারভিউর তারিখে নিজের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, নাগরিক পরিচয়পত্র সহ অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র নিয়ে নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে আগ্রহী চাকরিপ্রার্থীকে। উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের কেবলমাত্র ইন্টারভিউর ভিত্তিতে এই পদে নিযুক্ত করা হবে।
ইন্টারভিউর ঠিকানা— Office of the DREF, 37, K. B. Sarani, Belgachia, Kolkata – 700037.
ইন্টারভিউর তারিখ— ৮ জুলাই, ২০২৪।