বেসরকারি স্কুলে শিক্ষক নিয়োগ
পশ্চিমবঙ্গের একটি বেসরকারি স্কুলে বিভিন্ন বিষয়ে শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের সকল যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
পশ্চিমবঙ্গে অবস্থিত একটি বেসরকারি বিদ্যালয়, লাধুরাম তোষনিওয়াল সারদা বিদ্যা মন্দির (উচ্চমাধ্যমিক) থেকে এই চাকরির বি
জ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হচ্ছে, জীবন বিজ্ঞান, কম্পিউটার, স্পোকেন ইংলিশ ও ইংলিশ বিষয়ে।
জীবন বিজ্ঞান বিষয়ে আবেদন করার জন্য যোগ্যতা থাকতে হবে, এম.এস.সি ও বি.এড। ইংলিশ বিষয়ে আবেদন করার জন্য যোগ্যতা থাকতে হবে, এম.এ ও বি.এড এবং স্পোকেন ইংলিশ এ আবেদন করার জন্য যোগ্যতা থাকতে হবে, এম.এ, বি.এড, ট্রেইন্ড ইন স্পোকেন ইংলিশ প্রেফারেবল। আর কম্পিউটার পদে আবেদন করার জন্য যোগ্যতা থাকতে হবে, বি.সি.এ/ ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং বি.এড (বাধ্যতামূলক নয়)।
ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনে। এরজন্য বিজ্ঞপ্তি প্রকাশের 7 দিনের মধ্যে সমস্ত যোগ্যতার প্রতিলিপি, পাসপোর্ট সাইজের ছবি ও যোগাযোগ নম্বর দিয়ে আবেদন করতে হবে – প্রতি সম্পাদক, লাধুরাম তোষনিওয়াল সারদা বিদ্যা মন্দির, ৫/এ, কালিকাপুর রোড, ঝাউখোলা, পোঃ-কাশিমবাজার রাজ, থানা- বহরমপুর, জেলা-মুর্শিদাবাদ, পিন-742102 এই ঠিকানায়।