হলদিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন বিভাগে কাজের ব্যাপক সুযোগ।জেনে নিন বিস্তারিত

হলদিয়া শিল্পাঞ্চলে কাজের সুযোগ

হলদিয়া শিল্পাঞ্চলে কাজের সুযোগ

পশ্চিমবঙ্গের হলদিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন বিভাগে কাজের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আন্ডারটেকিং কোম্পানির অধীনে শিল্পাঞ্চলের বিভিন্ন সাইটে কাজের সুযোগ পাবেন চাকরিপ্রার্থীরা। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। পদ অনুযায়ী অনলাইন এবং অফলাইন দুই পদ্ধতিতেই আবেদন জানানো যাবে
Employment No.— SCON/2024-2025/01

সুযোগ

পদের নাম— UNSKILLED WORKER
মোট শূন্যপদ— ৭০ টি।
শিক্ষাগত যোগ্যতা— এই পদে আবেদন জানানোর জন্য আবেদনকারীকে কেবলমাত্র মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
মাসিক বেতন— জুলাই ২০২২ সালে রাজ্য সরকারের ঘোষিত মিনিমাম ওয়েজেস অনুযায়ী বেতন ও অন্যান্য সুবিধা পাবেন।
বয়সসীমা— এই কাজে নূন্যতম ২০ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদনপত্র জমা করার ঠিকানা— M/s. S. Construction, Vill : Gopalpur, P.O.- Tajnagar, Sutahata, Haldia, Purba Medinipur
Employment No.— HMEL/VN/2024-25/001

পদের নাম— UNSKILLED WORKER
মোট শূন্যপদ— ৩৫ টি।
শিক্ষাগত যোগ্যতা— সংশ্লিষ্ট পদগুলিতে আবেদন জানানোর জন্য নির্দিষ্ট কোনও শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে না।
মাসিক বেতন— নিয়োগকারী সংস্থার মাধ্যমে কর্মীদের দৈনিক বেতন ধার্য্য করা হবে।
বয়সসীমা— এই কাজে নূন্যতম ২০ থেকে সর্বোচ্চ ৬০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনপত্র জমা করার ঠিকানা— RRK Engineering Pvt Ltd, Haldia, Purba Medinipur

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *