স্বাস্থ্য দপ্তরে গ্ৰুপ- ডি সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ
রাজ্য সরকারের অধীনস্থ স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে গ্রুপ- ডি সহ মোট ২০ ধরনের শূন্যপদে কর্মী নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। যোগ্যতা অনুযায়ী পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
Employment No.— 2642/CMOH/DARJ
পদের নাম— Cook cum Caretaker
শিক্ষাগত যোগ্যতা— এই পদে আবেদন জানানোর জন্য প্রার্থীকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এছাড়া স্থানীয় ভাষায় সাবলীলভাবে কথাবার্তা বলার দক্ষতা রাখতে হবে। প্রার্থীকে অবশ্যই একজন মহিলা হতে হবে।
মাসিক বেতন— এই পদে কর্মরত প্রার্থীকে ও প্রতিমাসে ৮০০০/- টাকা বেতন দেওয়া হবে।
বয়সসীমা— আগ্রহী প্রার্থীরা ন্যূনতম ২০ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সের মধ্যে আবেদন জানাতে পারবেন। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
পদের নাম— Lab Technician
শিক্ষাগত যোগ্যতা— ল্যাব টেকনিশিয়ান পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পাশাপাশি ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে ডিগ্রী অর্জন করে থাকতে হবে। একই সঙ্গে প্রার্থীকে বেসিক কম্পিউটার অপারেটিং সম্পর্কে প্রাথমিক ধারণা রাখতে হবে।
মাসিক বেতন— এই পদে কর্মরত প্রার্থীকে প্রতিমাসে ২২,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
বয়সসীমা— সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় উপলব্ধ থাকবে।
পদের নাম— Attendant
শিক্ষাগত যোগ্যতা— এই পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীকে কেবলমাত্র উচ্চ মাধ্যমিক অথবা সমতুল্য যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। এছাড়া প্রার্থীকে স্থানীয় ভাষায় কথাবার্তা বলার দক্ষতা রাখতে হবে।
মাসিক বেতন— এই পদে কর্মরত প্রার্থীকে প্রতিমাসে ৫০০০/- টাকা পারিশ্রমিক দেওয়া হবে।
বয়সসীমা— এই পদের ক্ষেত্রেও প্রার্থীরা ন্যূনতম ২০ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সের মধ্যে আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রেও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
পদের নাম— ANM OSTC
শিক্ষাগত যোগ্যতা— এই পদে আবেদন করার ক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের অবশ্যই ANM, ডিপ্লোমা ইন নার্সিং, অথবা ব্যাচেলর অফ সাইন্স নার্সিং বিষয়ে ডিগ্রী অর্জন করে থাকতে হবে। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্থানীয় ভাষায় কথাবার্তা বলার দক্ষতা রাখতে হবে।
মাসিক বেতন— এই পদে কর্মরত প্রার্থীকে প্রতিমাসে ১৮,০০০/- টাকা পারিশ্রমিক দেওয়া হবে।
বয়সসীমা— এই পদে আবেদন করার জন্য সর্বোচ্চ বয়সসীমা হল ৬০ বছর।
আবেদন পদ্ধতি— আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন নথিভূক্ত করতে হবে। রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট মারফত সমস্ত আবেদন নথিভুক্ত করা যাবে। এর জন্য প্রার্থীদের স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in এ ভিজিট করতে হবে এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর নির্দিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি অধীনে অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে। সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর প্রয়োজনীয় নথিগুলির স্ক্যান কপি নির্দেশ অনুযায়ী আপলোড করে আবেদন ফি জমা করতে হবে।
আবেদন ফি— সংশ্লিষ্ট এই নিয়োগের ক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ৫০/- টাকা এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ১০০/- টাকা আবেদন কি জমা করতে হবে। নেট ব্যাঙ্কিং, ডেবিট অথবা ক্রেডিট কার্ড, ইউপিআই ইত্যাদির মাধ্যমে অনলাইনে আবেদন ফি জমা করা যাবে।
নিয়োগের স্থান— এই বিজ্ঞপ্তির অধীনস্থ সমস্ত ধরনের শূন্যপদের নিয়োগ দার্জিলিং জেলার গোর্খা টেরিটোরিয়াল আর্মি সংস্থার অধীনে করা হবে। প্রার্থীরা দার্জিলিং জেলার স্বাস্থ্য বিভাগের বিভিন্ন দপ্তরে শূন্যপদের ভিত্তিতে নিয়োগ পাবেন।
আবেদনের শেষ তারিখ— সংশ্লিষ্ট এই নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে ১ অক্টোবর, ২০২৪ তারিখ থেকে। আগ্রহী প্রার্থীরা ১১ নভেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত এখানে আবেদন নথিভুক্ত করতে পারবেন।
Official Notification: NOTICE