রেলের বিভিন্ন শূন্যপদে নিয়োগ

Railway NTPC পরীক্ষার মাধ্যমে একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে

Railway Recruitment Board (RRB) -এর তরফ থেকে স্টেশন মাস্টার, টিকিট সুপারভাইজার, গুডস ট্রেন ম্যানেজার ও ক্লার্ক সহ একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। সবমিলিয়ে মোট ৮১১৩ শূন্যপদে এই নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে Railway NTPC‌ পরীক্ষার মাধ্যমে।

Railway NTPC Recruitment 2024

Employment No.- CEN 05/2024

পদের নাম- স্টেশন মাস্টার।
বেতন- কেন্দ্রীয় সরকারের পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ৩৫,৪০০/- টাকা।
মোট শূন্যপদ- ৯৯৪ টি।

পদের নাম- চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার।
বেতন- কেন্দ্রীয় সরকারের পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ৩৫,৪০০/- টাকা।
মোট শূন্যপদ- ১৭৩৬ টি।

পদের নাম- গুডস ট্রেন ম্যানেজার।
বেতন- কেন্দ্রীয় সরকারের পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ২৯,২০০/- টাকা।
মোট শূন্যপদ- ৩১৪৪ টি।

পদের নাম- জুনিয়র একাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট।
বেতন- এই পদের ক্ষেত্রে প্রাথমিক বেতন প্রতিমাসে ২৯,২০০/- টাকা।
মোট শূন্যপদ- ১৫০৭ টি।

পদের নাম- সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট।
বেতন- প্রতিমাসে বেতন ২৯,২০০/- টাকা।
মোট শূন্যপদ- ৭৩২ টি।

বয়সসীমা- উল্লিখিত প্রতিটি পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে। বয়স হিসাব করবেন ১ জানুয়ারি, ২০২৫ তারিখের হিসাবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমায় ছাড় পাবেন।

পশ্চিমবঙ্গের মধ্যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মোট ৩ টি জোন আছে। জোনগুলি হল কলকাতা, মালদা ও শিলিগুড়ি।

আবেদন পদ্ধতি- আবেদন করতে পারবেন অনলাইনে। অনলাইনে আবেদন করার জন্য প্রথমে www.rrbapply.gov.in ওয়েবসাইটৈ যেতে হবে। এই ওয়েবসাইটে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হলে লগইন করে আবেদন করা যাবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস- অনলাইনে আবেদন করার জন্য যেসব ডকুমেন্ট লাগবে সেগুলি হল-
১) আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটো (20 KB to 50 KB)
২) আবেদনকারীর সিগনেচার (10 KB to 40 KB)
৩) SC/ ST সার্টিফিকেট ( প্রয়োজন অনুযায়ী)

আবেদন ফি- অনলাইনে আবেদন করার জন্য জেনারেল এবং ওবিসি প্রার্থীদের আবেদন ফি বাবদ ৫০০ টাকা জমা করতে হবে। আবেদনকারী প্রথম স্তরের পরীক্ষায় (CBT- 1) অংশগ্রহণ করলে ৪০০ টাকা ফেরত পাবেন।

প্রতিবন্ধী প্রার্থী/ মহিলা প্রার্থী/ তপশীলি জাতি/ তপশীলি উপজাতি/ সংখ্যালঘু শ্রেণীভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ২৫০ টাকা জমা দিতে হবে। এক্ষেত্রে আবেদনকারী স্তরের পরীক্ষায় (CBT- 1) অংশগ্রহণ করলে ২৫০ টাকা ফেরত পাবেন।

আবেদনের শেষ তারিখ- ইতিমধ্যেই অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। অনলাইনে আবেদন করা যাবে ১৩ অক্টোবর, ২০২৪ তারিখ অনুযায়ী। অনলাইনে পেমেন্ট করার শেষ তারিখ ১৫ অক্টোবর, ২০২৪।

আবেদন সংশোধনের শেষ তারিখ- অনলাইনে আবেদন করার সময় অনিচ্ছাকৃত কোন ভুল থেকে গেলে, তা সংশোধন করতে পারবে আবেদনকারীরা। আবেদন সংশোধন করা যাবে ২৫ অক্টোবর, ২০২৪ তারিখ পর্যন্ত।

Official Notice: NOTICE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *