রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগের ঘোষণা

রাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে প্রায় ৭০০ শূন্যপদে কর্মী নিয়োগের ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সম্প্রতি বিধানসভার অধিবেশন চলাকালীন অধিবেশন কক্ষে মুখ্যমন্ত্রী এই নিয়োগ সম্পর্কে বক্তব্য রেখেছেন। পূর্ববর্তী সময়ে রাজ্যে প্রাথমিক সহ বিভিন্ন স্তরের শিক্ষক নিয়োগ, পৌরসভা দপ্তরের বিভিন্ন নিয়োগ, স্বাস্থ্য দপ্তরের নিয়োগ, বন দপ্তরের নিয়োগ ইত্যাদি বিভিন্ন নিয়োগে অসংগতির খবর প্রকাশ্যে এসেছে। এসবের মধ্যে বেশ কয়েকটি নিয়োগ সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে। সেই সমস্ত নিয়োগের প্রসঙ্গকে একাধারে রেখে নতুন শূন্যপদে নিয়োগের ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী নতুন এই শূন্যপদগুলির মধ্যে অধিকাংশ শূন্যপদ বরাদ্দ করা হয়েছে পুলিশ দপ্তরের জন্য। এছাড়াও দমকল বিভাগ, মাদ্রাসা বিভাগ, এবং রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে এই কর্মী নিয়োগের কথা জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর বিবৃতি অনুযায়ী, এই শূন্যপদগুলির মধ্যে ৪৯৪ টি পদ বরাদ্দ করা হয়েছে পুলিশ বিভাগের জন্য। দমকল বিভাগের জন্য রাখা হয়েছে ১৬৬ টি পদ। মাদ্রাসা শিক্ষা দপ্তরে ১২ টি শূন্যপদ রয়েছে। সংশ্লিষ্ট এই শূন্যপদগুলিতে নিয়োগের জন্য প্রতিটি বিভাগীয় দপ্তরকে ছাড়পত্র দেওয়া হয়েছে ইতিমধ্যেই।

মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। যেখানে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারবার প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে সেখানে পুলিশ বিভাগে ৪৯৪ জন নতুন সাব-ইন্সপেক্টর নিয়োগের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই মুহূর্তে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য রাজ্যের বিভিন্ন পুলিশ ডিভিশনে সাব-ইন্সপেক্টর প্রয়োজন। নতুন নিয়োগের ঘোষণার মাধ্যমে সেই ঘাটতি পূরণ করতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও জরুরী ভিত্তিতে দমকল বিভাগে কর্মী নিয়োগের বিষয়টি দেখতে বলা হয়েছে সংশ্লিষ্ট দপ্তরকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *