রাজ্য পুলিশে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ

রাজ্য পুলিশের সাইবার ক্রাইম বিভাগে  বেশ কিছু

ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের  বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে

Employment No.— 01/WB-CCW/HA

পদের নাম— Data Entry Operator
মোট শূন্যপদ— ১১ টি।
শিক্ষাগত যোগ্যতা— রাজ্য পুলিশের ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীকে যে কোনো বিষয়ে স্নাতক উত্তীর্ণ হওয়ার পাশাপাশি কম্পিউটার কোর্সের যে কোনো সার্টিফিকেট অর্জন করে থাকতে হবে।
মাসিক বেতন— এই পদে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন হলো ১৬,০০০/- টাকা।

পদের নাম— Software Support Personnel
মোট শূন্যপদ— ২৫ টি।
শিক্ষাগত যোগ্যতা— রাজ্য পুলিশের সফটওয়্যার বিভাগের এই পদে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীকে ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা ব্যাচেলার ইন কম্পিউটার সাইন্স বিষয়ে স্নাতক ডিগ্রী অর্জন করে থাকতে হবে।
মাসিক বেতন— এখানে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন হলো ২১,০০০/- টাকা।

পদের নাম— Security and Network Administrator
মোট শূন্যপদ— ৮ টি।
শিক্ষাগত যোগ্যতা— সাইবার ক্রাইম বিভাগের সিকিউরিটি দপ্তরের এই শূন্যপদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীকে মাস্টার্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, মাস্টার্স ইন সাইন্স, টেকনোলজি, কম্পিউটার সাইন্স ইত্যাদি বিষয়ের যে কোনো একটিতে ফার্স্ট ক্লাস ডিগ্রী অর্জন করে থাকতে হবে।
মাসিক বেতন— এই পদে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন হলো ৩৭,০০০/- টাকা।

বয়সসীমা— উল্লিখিত শূন্যপদ গুলিতে আবেদন করার জন্য নির্দিষ্ট কোন বয়সসীমার উল্লেখ করা হয়নি। আনুমানিক ১৮ থেকে ৪০ বছর বয়সসীমার ভেতরের প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি— সম্পূর্ণ অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে হবে আগ্রহী প্রার্থীদের। আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের রাজ্য পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট wbpolice.gov.in -এ ভিজিট করতে হবে। এরপর অনলাইন আবেদন করার জন্য প্রথমে নিজের রেজিস্ট্রেশন করতে হবে। এরপর আবেদনপত্রে প্রার্থীর নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্যগুলি পূরণ করতে হবে। সমস্ত তথ্য পূরণ হয়ে যাওয়ার পর নির্দেশ অনুযায়ী গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলি আপলোড করে আবেদনপত্র সাবমিট করতে হবে। এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করার জন্য আবেদনকারীদের কোনোপ্রকার আবেদন ফি দিতে হবে না।

নিয়োগের স্থান— উক্ত শূন্যপদগুলির ক্ষেত্রে সমস্ত নিয়োগ হবে রাজ্য পুলিশের সাইবার ক্রাইম দপ্তরে। সেক্ষেত্রে প্রার্থীদের পোস্টিং মূলত কলকাতা অথবা সংলগ্ন যে কোনো এলাকায় হবে

প্রয়োজনীয় ডকুমেন্ট— আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি, পরিষ্কার সাদা কাগজে করা স্বাক্ষর, পূর্বের কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি উপলব্ধ থাকে)।

আবেদনের শেষ তারিখ— রাজ্য পুলিশের সংশ্লিষ্ট এই নিয়োগ প্রক্রিয়ার জন্য আবেদন প্রক্রিয়া সবেমাত্র শুরু হয়েছে। আগামী ১৮ অক্টোবর, ২০২৪ তারিখ পর্যন্ত এই নিয়োগের আবেদন চলবে।

Official Notification: NOTICE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *