অষ্টম শ্রেণী পাশে রাজ্যে হোম গার্ড নিয়োগ
রাজ্যে Home & Hill Affairs Department, Nabanna, 325, Sarat Chatterjee Road, Howrah-711102 তরফ থেকে হোমগার্ড পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সারা রাজ্য জুড়ে মোট চোদ্দ হাজার শুন্যপদে নিয়োগ চলবে। ১৭ই সেপ্টেম্বর ২০২৪ তারিখে Homeguard পদে নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
Notification No.— 426-Sanction/HHA-11012(12)/8/2020-PM SEC
পদের নাম— অস্থায়ী হোমগার্ড (Temporary Homeguard)। ১০ দিনের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। দুর্গা পুজোতে মুলত ভিড় সামলানোর কাজ করতে হবে। এছাড়া, ভলেন্টিয়ার হিসেবে পুলিশকে কাজে সাহায্য করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা— যে কোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে নুন্যতম অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদন করা যাবে। এছাড়া, মাধ্যমিক পাশ, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন পাশ এমনকি উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবেন।
বয়সসীমা— অফিশিয়াল বিজ্ঞপ্তিতে প্রার্থীর বয়সসীমা সম্পর্কে কিছু উল্লেখ করা নেই। আনুমানিক, নুন্যতম ১৮ বছর বয়স হলেই আবেদন করা যাবে। সর্বচ্চ ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে। পুরুষ ও মহিলা সবাই আবেদনযোগ্য।
বেতন— অস্থায়ী ভাবে কাজের জন্য প্রতিদিন ৬২৬/- টাকা করে বেতন পাবেন। মোট ১০ দিনের কাজের ভিত্তিতে ৬,২৬০/- টাকা বেতন পাবেন।
ট্রেনিং— যারা হোমগার্ড পদে সিলেক্ট হবেন তাদেরকে তিন দিনের একটি ফর্মাল ট্রেনিং দেওয়া হবে।
মোট শুন্যপদ— এখানে সবমিলিয়ে মোট ১৪,০০০ শুন্যপদ রয়েছে।
আবেদন প্রক্রিয়া— অফিশিয়াল বিজ্ঞপ্তির সাথে কোনপ্রকার আবেদন ফর্ম দেওয়া নেই। আপনার নিকটবর্তী থানায় গিয়ে A4 সাদা কাগজে দরখাস্ত লিখে আবেদন করতে হবে। সাথে, অবশ্যই আধার কার্ড, ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতার মার্কশীট, এডমিট কার্ড এবং ব্যাঙ্কের পাশবইয়ের জেরক্স জমা করবেন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে আপনার নিকটবর্তী থানায় সত্ত্বর যোগাযোগ করুন।
নিয়োগ প্রক্রিয়া— এখানে কোনোপ্রকার লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হবে না। যেহেতু জরুরী ভিত্তিতে নিয়োগ করা হবে তাই যাদের শারীরিক সক্ষমতা ভালো, তাদের সরাসরি নিয়োগ করা হবে।