রাজ্যে কলকাতা নগর দেওয়ানি আদালতে অষ্টম শ্রেণি পাশে চাকরি

অষ্টম শ্রেণি পাশে চাকরি- Civil Court

পশ্চিমবঙ্গে নগর দেওয়ানি আদালত,কলকাতা (City Civil Court, Calcutta) থেকে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। অষ্টম শ্রেণি এবং স্নাতক পাশ যোগ্যতায় গ্রুপ ডি ও গ্রুপ বি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। ভারতীয় তথা পশ্চিমবঙ্গের সকল যোগ্য ও আগ্রহী প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

রাজ্যের “নগর দেওয়ানি আদালত,কলকাতা” থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে, নিয়োগ করা হবে Group -D (Peon) এবং English Stenographer ( Group – B) পদে।

Group – D (Peon) পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স থাকতে হবে কমপক্ষে 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে। এছাড়াও সংরক্ষিত যে সব প্রার্থী রয়েছেন, তাদের ক্ষেত্রে বয়সের ছাড় থাকবে।

গ্রুপ ডি পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, কমপক্ষে অষ্টম শ্রেণি পাশ। এর পাশাপাশি এই পদে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক পাশ ইত্যাদি সকলেই আবেদন করতে পারবেন। কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন রয়েছে এই পদে 17 হাজার টাকা থেকে 43 হাজার 600 টাকা।

আর স্টেনোগ্রাফার পদে আবেদন করার জন্য বয়স থাকতে হবে কমপক্ষে 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 32 বছর বয়সের মধ্যে। এই পদেও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

English Stenographer পদে কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন থাকবে 32 হাজার 100 টাকা থেকে সর্বোচ্চ 82 হাজার 900 টাকা পর্যন্ত। আর এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়েছে Bachelor’s Degree করা থাকতে হবে। এর পাশাপাশি কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া ভালো টাইপিং স্পীড থাকতে হবে। আরও বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশন ভালো ভাবে দেখে তারপর আবেদন করুণ।

আগ্রহী ও ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে এই দুটি পদে অনলাইনে। এরজন্য www.calcuttahighcourt.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে 18/07/2024 তারিখের মধ্যে।

NOTICE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *