পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনস্থ ব্লক ডেভলপমেন্ট অফিসার অর্থাৎ সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের মাধ্যমে মিড-ডে-মিল প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে কোনো ভারতীয় নাগরিক সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হলেই এখানে আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থীরাই আবেদনযোগ্য।
Employment No.— 1549/BDO/JAM
পদের নাম— Assistant Accountant
মোট শূন্যপদ— ১ টি।
শিক্ষাগত যোগ্যতা— সংশ্লিষ্ট কাজে আবেদন করার জন্য প্রার্থীকে যেকোনো অফিস অথবা সরকারি দপ্তরে একাউন্টিং সম্পর্কিত বিভিন্ন কাজে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা রাখতে হবে।
মাসিক বেতন— এই পদের জন্য মাসিক ১১,০০০/- টাকা পারিশ্রমিক দেওয়া হবে।
বয়সসীমা— আবেদন জানানোর ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা হতে হবে ৬৫ বছরের মধ্যে।
আবেদন পদ্ধতি— এই পদের জন্য নির্দিষ্ট কোন আবেদন প্রক্রিয়া নেই। ইন্টারভিউর তারিখে সরাসরি ইন্টারভিউর ঠিকানায় নিজের সাম্প্রতিক বায়োডাটা সহ যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার সমস্ত প্রমাণপত্র নিয়ে উপস্থিত হতে হবে।
ইন্টারভিউর ঠিকানা— Office of the Block Development Officer, Jamalpur Development Block, Jamalpur, Purba Bardhaman
ইন্টারভিউর তারিখ— ২৯ জুন, ২০২৪।