মাধ্যমিক পাশে চাকরি 2024 এয়ারপোর্টে, ইন্টারভিউ এর মাধ্যমে

এয়ারপোর্টে চাকরি

মাধ্যমিক পাশে চাকরি 2024, হ্যাঁ, মাধ্যমিক পাশ কিংবা তার সমতূল্য পরীক্ষায় Al Airport Services Limited থেকে নতুন আরও চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। নিয়োগ করা হচ্ছে এয়ারপোর্টের এই পদে ইন্টারভিউ এর মাধ্যমে।

ভারতীয় প্রত্যেক যোগ্য নাগরিকেরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। Al Airport Services Limited থেকে নিয়োগ করা হবে Utility Agent Cum Ramp Driver পদে।

ভারত তথা পশ্চিমবঙ্গের সকল যোগ্য ও ইচ্ছুক ছেলে-মেয়ে উভয় প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন।

Utility Agent cum Ramp Driver পদে কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন কত টাকা করে দেওয়া হবে তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে কর্মরত প্রার্থীরা এই পদে প্রতি মাসে 17 হাজার 670 টাকা করে পাবেন।

এছাড়াও Utility Agent cum Ramp Driver পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা উল্লেখ করা হয়েছে GEN – এর জন্য সর্বোচ্চ 28 বছর বয়স থাকতে হবে, আর OBC দের ক্ষেত্রে 3 বছরের ছাড় থাকবে এবং SC/ ST প্রার্থীরা 5 বছরের ছাড় পাবেন।

Utility Agent cum Ramp Driver পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাশ। মাধ্যমিক পাশ কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ থাকার পাশাপাশি বৈধ HMV ডাইভিং লাইসেন্স থাকতে হবে। আরও বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশন একবার দেখে নিয়ে, তারপর আবেদন করুন।

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন ফর্ম,পেমেন্টের রসিদ কপি ও ডকুমেন্টস সহকারে নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে ইন্টারভিউ এর জন্য। ইন্টারভিউ অনুষ্ঠিত হবে 21/07/2024 তারিখে। নিচের লিংকে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন থেকে ইন্টারভিউ এর স্থান সহ বিস্তারিত দেখে নিন।

Recruitment Advertisement for Imphal

3 thoughts on “মাধ্যমিক পাশে চাকরি 2024 এয়ারপোর্টে, ইন্টারভিউ এর মাধ্যমে

  1. Pingback: রাজ্যে উচ্চ মাধ্যমিক পাশে চাকরি পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও অর্থ নিগম অফিসে – Shikshangan Institute

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *