ভারতীয় রেলে টিকিট ক্লার্ক নিয়োগ

উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় ভারতীয় রেলওয়ের NTPC (Under Graduate) পরীক্ষার মাধ্যমে টিকিট ক্লার্ক পদে নিয়োগ

৩ হাজারেরও বেশি শূন্যপদে ভারতীয় রেলে NTPC (Under Graduate) পরীক্ষার মাধ্যমে টিকিট ক্লার্ক নিয়োগ। উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন।

Employment No.- CEN 06/2024

পদের নাম- কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক।
বেতন- প্রতিমাসে ২১,৭০০ টাকা।
মোট শূন্যপদ- ২০২২ টি।

পদের নাম- একাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট।
বেতন- প্রতিমাসে ১৯,৯০০ টাকা।
মোট শূন্যপদ- ৩৬১ টি।

পদের নাম- জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট।
বেতন- প্রতিমাসে ১৯,৯০০ টাকা।
মোট শূন্যপদ- ৯৯০ টি।

পদের নাম- ট্রেন ক্লার্ক।
বেতন- প্রতিমাসে ১৯,৯০০ টাকা।
মোট শূন্যপদ- ৭২ টি।

এইসব পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে। বয়স হিসাব করবেন ১ জানুয়ারি, ২০২৫ তারিখের হিসাবে। সংরক্ষিত শ্রেণীভুক্ত প্রার্থীরা (SC/ ST/ OBC/ EXSM/ PWD) সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমায় ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনে। rrbapply.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন চলবে ২০ অক্টোবর, ২০২৪ তারিখ পর্যন্ত।

Required Documents:
1) Candidate Photograph: JPEG, Size 30 KB to 70 KB
2) Candidate Signature: JPEG S,ize 30 KB to 70 KB
3) SC/ ST Certificate (Only for candidates seeking Free Travel Pass): PDF
format, Size up to 500 KB

আবেদন ফি- অনলাইনে আবেদন করার জন্য জেনারেল এবং ওবিসি প্রার্থীদের আবেদন ফি বাবদ ৫০০ টাকা জমা করতে হবে। প্রতিবন্ধী প্রার্থী/ মহিলা প্রার্থী/ তপশীলি জাতি/ তপশীলি উপজাতি/ সংখ্যালঘু শ্রেণীভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ২৫০ টাকা জমা দিতে হবে। আবেদন ফি জমা দেওয়া যাবে ২২ অক্টোবর, ২০২৪ তারিখ পর্যন্ত।

Official Notice: NOTICE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *