ভারতীয় ইস্পাত সংস্থায় নিয়োগ

স্টিল অথরিটি অব ইন্ডিয়ায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত,শুরুতেই বেতন  ৫০০০০ টাকা

ভারতীয় ইস্পাত সংস্থার (Steel Authority of India Ltd.) ২৪৯ টি শূন্যপদে, বিভিন্ন বিভাগে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইতিমধ্যেই স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড থেকে প্রকাশিত পদে অর্থাৎ ‘ম্যানেজমেন্ট ট্রেইনি’ (টেকনিক্যাল) বা MTT পদে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে।

MTT পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স থাকতে হবে সর্বোচ্চ ২৮ বছর বয়সের মধ্যে। বয়স হিসেব করা হবে ২৫/০৭/২০২৪ অনুসারে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

এই পদে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন থাকবে ৫০ হাজার টাকা থেকে শুরু করে ১ লক্ষ ৬০ হাজার টাকার মধ্যে। আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভালো ভাবে বেতন কাঠামো দেখে নিন।

এই পদে আবেদন করার জন্য Chemical, Civil, Computer, Electrical, Electronics, Instrumentation, Mechanical, Metallurgy এই আটটি (৮) ইঞ্জিনিয়ারিং শাখার যেকোনো একটিতে ৬৫% নম্বর সহ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকা বাধ্যতামূলক।

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। এরজন্য SAIL এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে ২৫/০৭/২০২৪ তারিখের মধ্যে। আবেদন করার পূর্বে আরও বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ও বিজ্ঞপ্তি ভালো ভাবে দেখে নিয়ে আবেদন করুন।https://sail.co.in/

Recruitment of MT(Tech.) using GATE-2024-Detailed Advt. (English)-PER.REC.C-96.MTT.2024 dt. 05.07.2024 (1)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *