কোচিন শিপয়ার্ড লিমিটেডে প্রশিক্ষণের সুযোগ
সম্প্রতি কোচিন শিপয়ার্ড লিমিটেড তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি দিয়ে বেশ কিছু শূন্যপদে শিক্ষাগত যোগ্যতার নিরিখে ফ্রেশার্স চাকরিপ্রার্থীদের প্রশিক্ষণের ব্যবস্থার কথা জানিয়েছেন। যে কোনো ভারতীয় নাগরিক এই শূন্যপদে প্রশিক্ষণের জন্য আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই আবেদনযোগ্য। এই প্রতিবেদনে চোখ রাখুন এই সমস্ত তথ্য জানতে।
Employment No.— CSL/P&A/APPE/SEL. DESIGNTD/DEGREE_DIPLOMA_2023_2024/2023/4
পদের নাম— Graduate Apprentices, Technician (Diploma) Apprentices
মোট শূন্যপদ— ১৪০ টি। (Graduate Apprentices- ৬৯ টি, Technician (Diploma) Apprentices- ৭১ টি।)
শিক্ষাগত যোগ্যতা— Graduate Apprentices প্রার্থীদের ক্ষেত্রে Engineering অথবা Technology বিভাগের যে কোনো একটি বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী থাকলে তারা এখানে আবেদন জানাতে পারবেন। একইভাবে, Technician (Diploma) Apprentice প্রার্থীদের ক্ষেত্রে Engineering অথবা Technology বিভাগের যে কোনো বিষয়ে রাজ্য সরকার অথবা কেন্দ্রীয় সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নূন্যতম ৩ বছরের ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট থাকলেও তারা এখানে আবেদন জানাতে পারেন।
মাসিক স্টাইপেন্ড— Graduate Apprentices প্রার্থীদের প্রতিমাসে ১২,০০০/- স্টাইপেন্ড দেওয়া হবে। অন্যদিকে, Technician (Diploma) Apprentices প্রার্থীদের প্রতিমাসে ১০,২০০/- টাকা স্টাইপেন্ডের ব্যবস্থা থাকবে।
বয়স— এই পদগুলিতে প্রশিক্ষণ গ্রহণের ক্ষেত্রে ১৮ বছর অথবা তার ঊর্ধ্বে যে কোনো প্রার্থী আবেদন জানাতে পারবেন।