নারী ও শিশু কল্যাণ দফতরে কর্মী নিয়োগ

উত্তরবঙ্গে নারী ও শিশু কল্যাণ দফতরে কর্মী নিয়োগ 

পশ্চিমবঙ্গ সরকারের নারী, শিশু কল্যাণ ও সমাজ কল্যাণ দপ্তরের অধীনস্থ কালিম্পং জেলা কার্যালয়ের পক্ষ থেকে কর্মী নিয়োগের জন্য সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । যে কোনো ভারতীয় নাগরিক  এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। প্রস্তাবিত আবেদন পত্রের মাধ্যমে সংশ্লিষ্ট নিয়োগের আবেদন নথিভুক্ত করতে হবে।

Employment No.— 72/DSWO/KPG/2024

পদের নাম— Case Worker
মোট শূন্যপদ— ১ টি।
শিক্ষাগত যোগ্যতা— এই পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীকে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। তাঁর  বেসিক কম্পিউটার অপারেটিং-এর জ্ঞান সহ মাইক্রোসফট অফিস প্যাকেজে কাজের দক্ষতা থাকতে হবে; পাশাপাশি প্রার্থীকে ইংরেজি এবং নেপালি ভাষায় কাজ করার দক্ষতা রাখতে হবে।
মাসিক বেতন— এই পদে কাজের জন্য প্রার্থীকে প্রতি মাসে ১৫,০০০/- টাকা পারিশ্রমিক দেওয়া হবে।
বয়সসীমা— ২৩ আগস্ট, ২০২৪ তারিখ অনুযায়ী আবেদনকারী প্রার্থীর সর্বোচ্চ বয়স ৩৫ বছর অথবা তার নীচে হতে হবে।আবেদন পদ্ধতি— বিজ্ঞপ্তির নিচের অংশে থাকা আবেদনপত্রটি পূরণ করে জমা করতে হবে আবেদনকারী প্রার্থীকে। এরজন্য প্রার্থীকে নীচে দেওয়া ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। আবেদনপত্রে প্রয়োজনীয় সমস্ত তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করতে হবে। এরপর  একটি মুখ বন্ধ খামে ভরে সিল করে  আবেদনপত্রটি নিম্ন লিখিত ঠিকানায় জমা করতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট— পূরণ করা আবেদনপত্রের সাথে দিতে হবে পাসপোর্ট সাইজের ছবি, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, জাতি শংসাপত্র, কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট, মোবাইল নম্বর এবং ইমেইল আইডি, বৈধ পোস্টাল স্ট্যাম্প সহ দুটি সেলফ অ্যাড্রেস এনভলপ (খাম)।

আবেদনপত্র জমা করার ঠিকানা— Office of the District Social Welfare, Old Hotel Chimal, Ringkingpong Road, Kalimpong – 734301

নিয়োগের স্থান— One Stop Centre, Kalimpong

আবেদনের শেষ তারিখ— ১৭ সেপ্টেম্বর, ২০২৪।

আবেদনপত্রটি ডাউনলোড করুনঃ WCDSWD-Case-Worker-Kalimpong 

ওয়েবসাইট দেখুনঃ https://kalimpong.gov.in/notice_category/recruitment/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *