নদীয়ার গ্রামে গ্রামে আশা কর্মী নিয়োগ
নদীয়া জেলার কৃষ্ণনগর সাব-ডিভিশনের বিভিন্ন ব্লকের গ্রামে গ্রামে আশা কর্মী পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। বিজ্ঞপ্তিতে উল্লিখিত এলাকাগুলির স্থায়ী বাসিন্দা মহিলারা কেবল মাধ্যমিক পাশ যোগ্যতাতেই এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। নিচে এই বিষয়ে বিস্তারিত বলা হল।
Employment No.— HFW/NRHM/20/2006/PART-II/1631
পদের নাম— আশা কর্মী।
শিক্ষাগত যোগ্যতা— আগ্রহি প্রার্থীকে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক বা সমতুল ডিগ্রি অর্থাৎ দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। এরই পাশাপাশি প্রার্থীকে স্থানীয় ভাষা বোঝার এবং বলার দক্ষতা রাখতে হবে।
অন্যান্য শর্তাবলী— এই পদগুলির জন্য কেবলমাত্র বিবাহিত, বিধবা অথবা আদালত কর্তৃক আদেশনামা প্রাপ্ত বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে।
মাসিক বেতন— পশ্চিমবঙ্গ সরকারের সর্বশেষ অধিনিয়ম অনুযায়ী আশা কর্মীদের মাসিক বেতন বা ভাতা হলো ৫,২৫০/- টাকা।
বয়সসীমা— অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের আবেদন জানানোর ক্ষেত্রে বয়স ন্যূনতম ৩০ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা ন্যূনতম ২২ বছর থেকে এই পদের জন্য আবেদন করতে পারবেন।
মোট শূন্যপদ— ২০ টি। (তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের জন্য তিনটি শূন্যপদ সংরক্ষিত) ।
আবেদন পদ্ধতি— অফলাইনে সরাসরি বিডিও অফিসে আবেদনপত্র জমা করতে হবে। এ জন্য প্রতিবেদনের নিচে দেওয়া লিঙ্ক থেকে আগ্রহি প্রার্থীরা আবেদনপত্র ডাউনলোড করে নিতে পারবেন। সংশ্লিষ্ট আবেদনপত্রে প্রার্থীর নাম, ঠিকানা, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা এবং বৈবাহিক বিবরণ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পূরণ করতে হবে। পূরণ করা আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট— পুরন করা আবেদনপত্রের সাথে প্রার্থীর জন্মের শংসাপত্র, সচিত্র নাগরিক পরিচয় পত্র, জাতি শংসাপত্র, মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষার মার্কশীট, বৈবাহিক বিবরণের শংসাপত্র ইত্যাদির জেরক্স জমা দিতে হবে।
আবেদনপত্র জমা করার ঠিকানা— প্রত্যেক আগ্রহী প্রার্থীকে নিজের সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ অর্থাৎ বিডিও অফিসে আবেদনপত্র জমা করতে হবে।
নিয়োগের স্থান— নদীয়া জেলার কালীগঞ্জ, কৃষ্ণনগর, নাকাশিপাড়া, নবদ্বীপ, চাপড়া এবং কৃষ্ণগঞ্জ ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় এই কর্মী নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ— ১৩ সেপ্টেম্বর, ২০২৪, বিকেল ৪ টা পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে। উল্লেখ্য, ডাকযোগে অথবা অন্য কোন বিকল্প পদ্ধতিতে প্রেরণ করা আবেদনপত্র গৃহীত হবে না। প্রার্থীকে সরাসরি বিডিও অফিসে উপস্থিত হয়ে আবেদনপত্র জমা করতে হবে।
সম্পূর্ণ নোটিশটি দেখতে ও আবেদন পত্র ডাউনলোড করতে ক্লিক করুনঃ ASHA-Karmi-Recruitment-Nadia