দামোদর ভ্যালি কর্পোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ
দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC) সাধারণ দায়িত্বপ্রাপ্ত General Duty Medical Officer (GDMO) পদে চুক্তিভিত্তিক নিয়োগের ঘোষণা দিয়েছে। অভিজ্ঞ চিকিৎসক যাঁরা জনগণের সেবায় নিজেকে নিবেদিত করতে চান, তাঁদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। এখানে DVC এর সাথে কাজের সুযোগ ছাড়াও ভালো বেতন এবং স্থায়িত্বের সম্ভাবনা রয়েছে।
নিয়োগকারী সংস্থা | দমোদর ভ্যালি কর্পোরেশন (DVC) |
পদের নাম | General Duty Medical Officer (GDMO) |
মোট শূন্যপদ | ১৪ |
বেতন | প্রতি মাসে ₹৮৩,৫০০/- |
কর্মস্থল | DVC-এর বিভিন্ন ইউনিট, যেমন বক্রেশ্বর (BTPS), চন্দ্রপুর (CTPS), দুর্গাপুর, কোলাঘাট (KTPS), ইত্যাদি |
আবেদন পদ্ধতি | সরাসরি ওয়াক-ইন ইন্টারভিউ |
সরকারি ওয়েবসাইট | www.dvc.gov.in |
অফিসিয়াল বিজ্ঞপ্তি | DVC GDMO Recruitment 2024 Notice.pdf |
- শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া (MCI) অনুমোদিত প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রি থাকতে হবে।
- অভিজ্ঞতা: অন্তত এক বছরের চিকিৎসা অভিজ্ঞতা থাকা আবশ্যক, যাতে ইন্টার্নশিপ অন্তর্ভুক্ত নয়।
- বয়সসীমা: ২১শে নভেম্বর ২০২৪ তারিখে প্রার্থীর বয়স ৬২ বছরের মধ্যে থাকতে হবে।
এই পদে নিয়োগের জন্য DVC সরাসরি ওয়াক-ইন ইন্টারভিউ পদ্ধতি অবলম্বন করছে। এখানে কোনো লিখিত পরীক্ষা নেই, কেবলমাত্র ইন্টারভিউ-এর মাধ্যমে নিয়োগ হবে। সুতরাং, যোগ্য প্রার্থীরা সরাসরি উপস্থিত থেকে ইন্টারভিউতে অংশ নিতে পারবেন।
যারা এই পদে আবেদন করতে চান, তাঁদের জন্য ইন্টারভিউ-এর দিন কিছু প্রয়োজনীয় নথি নিয়ে উপস্থিত থাকা বাধ্যতামূলক। নিচের ধাপগুলি অনুসরণ করতে হবে:
- নির্ধারিত ফরম্যাটে আবেদনপত্র পূরণ করে ইন্টারভিউ-এর সময় নিয়ে আসতে হবে।
- আবেদনপত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথি যেমন পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র ইত্যাদি সঙ্গে রাখতে হবে।
ইন্টারভিউ-এর স্থান: ১২ তলা, ডঃ মেঘনাদ সাহা অডিটোরিয়াম, DVC টাওয়ার, VIP রোড, উল্টাডাঙ্গা, কলকাতা-৭০০০৫৪।
আবেদন ফি: আবেদনের জন্য কোনো ফি লাগবে না। এই নিয়োগের জন্য DVC প্রার্থীদের থেকে কোনোরকম আবেদন ফি নিচ্ছে না
ওয়াক-ইন ইন্টারভিউ তারিখ: ২১শে নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার।