রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুখবর।
অষ্টম শ্রেণী, মাধ্যমিক পাশ সহ অন্যান্য যোগ্যতায় বেশকিছু শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্প্রতি। জেলা আদালতের পক্ষ থেকে প্রকাশিত এই বিজ্ঞপ্তির ভিত্তিতে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই আবেদনযোগ্য। আবেদন পদ্ধতি, মাসিক বেতন, আবেদনের শেষ তারিখ সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল।
পদের নাম— Upper Division Clerk
মোট শূন্যপদ— ৯ টি। [UR-03, UR(EC)-01, SC-01, SC(EC)-01, ST-01, OBC(A)-01, OBC(B)-01]
শিক্ষাগত যোগ্যতা— এই পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের অবশ্যই একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ হতে হবে।
একইসঙ্গে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার প্রশিক্ষণের একটি সার্টিফিকেট থাকতে হবে।
মাসিক বেতন— এই পদের মাসিক বেতন হল ২৮,৯০০/- টাকা থেকে ৭৪,৫০০/- টাকা।
বয়সসীমা— ১ জানুয়ারি, ২০২৪ তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর আবেদনকারী এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য বয়সের ছাড় থাকবে।
পদের নাম— Lower Division Clerk
মোট শূন্যপদ— ৩৯ টি। [UR-12, UR(EC)-06, UR(EX-SERVICEMAN)-01, UR (MERITORIOUS SPORTS-PERSON)-01, UR (PERSONS WITH DISABILITIES)-02, SC-06, SC(E.C.)-01, SC(EX-SERVICEMAN)-01, ST-02, OBC(A)-03, OBC(A)(EC)-01, OBC(B)-02, OBC(B)(EC) -01]
শিক্ষাগত যোগ্যতা— লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য আবেদনকারী প্রার্থীদের যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। একইসঙ্গে কম্পিউটার ব্যবহারে দক্ষতা সহ যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে হবে।
মাসিক বেতন— এই পদের মাসিক বেতন হল ২২,৭০০/- টাকা থেকে ৫৮,৫০০/- টাকা।
বয়সসীমা— ১ জানুয়ারি, ২০২৪ তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর আবেদনকারী এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য বয়সের ছাড় থাকবে।
পদের নাম— Group-D (Peon/Night-Guard/Farash)
মোট শূন্যপদ— ৩৯ টি। [UR-11, UR(EC)-06, UR (EX-SERVICEMAN)-02, UR (MERITORIOUS SPORTS PERSON)-01, UR (PERSON WITH DISABILITIES)-02, SC-06, SC(EC)-02, SC (EX-SERVICEMAN)-01, ST-01, ST(EC)-01, OBC(A)-02, OBC(A)(EC)-02, OBC(B)-01, OBC(B)(EC)-01].
শিক্ষাগত যোগ্যতা— গ্রুপ- ডি পদের জন্য আবেদনকারী প্রার্থীদের অবশ্যই কোনো স্বীকৃত স্কুল বা স্বীকৃত মাদ্রাসা বা অন্য কোনো স্বীকৃত সমতুল্য প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি পাশ হতে হবে।
মাসিক বেতন— এই পদের মাসিক বেতন হল ১৭,০০০/- টাকা থেকে ৪৩,৬০০/- টাকা।
বয়সসীমা— ১ জানুয়ারি, ২০২৪ তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর আবেদনকারী এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য বয়সের ছাড় থাকবে।
আবেদন পদ্ধতি— অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন প্রার্থীরা। আবেদনের লিঙ্ক এই প্রতিবেদনের নিচে দেওয়া হল। এজকন প্রার্থী যে কোনো একটি পদের জন্য আবেদন জানাতে পারবেন। আবেদন জানানোর ক্ষেত্রে নিজের বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি ব্যবহার করতে হবে। অনলাইন আবেদনপত্রে সমস্ত তথ্য সঠিক ভাবে পূরণ করার পর প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। সবশেষে আবেদন ফি জমা করার পর আবেদনপত্র সাবমিট করতে হবে।
আবেদন ফি—
আবেদনের শেষ তারিখ— ২৪ জুন, ২০২৪।