জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ায় অ্যাপ্রেন্টিস নিয়োগ
পশ্চিমবঙ্গের জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে।এখানে Apprentice স্টাফ নিয়োগ করা হবে। সকল বেকার যুবক যুবতীরা এই পদে আবেদনের জন্য যোগ্য।
নিয়োগ সংস্থা: জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (JCI)
পোস্টের নামঃ Apprentice। আরও জানতে অফিসিয়াল নোটিশটি পড়ে নিন।
বয়সসীমাঃ০১/০৯/২০২৪ তারিখ ধরে যে সকল সাধারণ শ্রেণির প্রার্থীদের বয়স ১৮ থেকে ২১ বছরের মধ্যে রয়েছে তারাই আবেদনের যোগ্য। অন্যান্য শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ছাড় দেওয়া হয়েছে।
OBC ৩ বছর এবং SC/ ST ৫ বছর
যোগ্যতাঃ
উচ্চমাধ্যমিক পাশ সকল প্রার্থী আবেদনের জন্য যোগ্য। প্রার্থীদের ২০২০,২১,২২,২৩ বর্ষের উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
স্টাইপেন্ড:কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুসারে চাকরি পেলে প্রার্থীদের প্রতি মাসে প্রশিক্ষণ চলাকালীন সময়ে ৭,০০০/- টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। এছাড়া অনেক সুযোগ সুবিধা রয়েছে।
নিয়োগ প্রক্রিয়া:
আবেদন ইচ্ছুক প্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষায় বসতে হবে না। সকল আবেদনকারীর উচ্চমাধ্যমিকে প্রাপ্ত নম্বরের উপরে ভিত্তি করে মেরিট লিস্ট প্রকাশিত করা হবে।
আবেদন পদ্ধতিঃ
প্রথম ধাপ:
প্রথমে Apprenticeship India পোর্টালে রেজিস্ট্রেশন করে ‘Apprenticeship Opportunities’ ট্যাবে গিয়ে আবেদন করতে হবে।
দ্বিতীয় ধাপ:
অনলাইনে আবেদন করার পর, Annexure – I ও Annexure – II ফর্মগুলি পূরণ করে প্রয়োজনীয় সেল্ফ অ্যাটেস্টেড নথি সহ নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। খামের উপরে ‘Name of the Post’ ও ‘Advertisement Number’ লিখতে হবে।
ডকুমেন্টস জমা দেওয়ার ঠিকানা:
Chief Manager (HR) the Jute Corporation of India Limited, Patsan Bhawan, 3rd & 4th floor, Block CF, Newtown, Kolkata- 700156
নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এছাড়া বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ফলো করুন।
আবেদন শুরু: আবেদন করা শুরু হয়ে গেছে।
আবেদন শেষঃ যা চলবে আগামী ২৩/১০/২০২৪ তারিখ পর্যন্ত।
OFFICIAL NOTIFICATION: NOTICE