গাছদাদু-পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত দুখু মাঝি।

গাছদাদু-পদ্মশ্রী পুরস্কার পুরুলিয়ার বাঘমুন্ডি

গাছদাদু-পদ্মশ্রী

১৫ বয়স বছর বয়স থেকে কাকার সঙ্গে গাছ লাগানো শুরু করেন। সাইকেলে চেপে নতুন নতুন জায়গায় গিয়ে ন্যাড়া জমিতে প্রতিদিন গাছ বসান। এভাবেই জীবন থেকে চলে গিয়েছে ষাটটির বেশি বসন্ত। তবু ভ্রুক্ষেপ নেই, ৫,০০০-র বেশি গাছও বসিয়ে ফেলেছেন। বয়সের ভারে প্রবীণ  ‘গাছদাদু’ দুখু মাঝি কে পদ্মশ্রী সম্মান দিয়েছে ভারত সরকার। গাছের চর্চার সুবাদে বনদফতরের পক্ষ থেকে পেয়েছেন একটি সাইকেলও। সেই সাইকেলেই মাটি, সার থেকে গাছের চারা, বালতি ভরে নিয়ে জারি রয়েছে দুখু মাঝির সবুজ-অভিযান।
 সামাজিক কাজ (পরিবেশ – বৃক্ষরোপণ) বিভাগে পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের সিন্দরির দুখু মাঝি কে
 পদ্মশ্রী দেওয়া হয়েছে । সংসারে দারিদ্র্য নিয়ে তিনি কখনও ভাবিত হননি। বরং ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে প্রকৃতির কোলে গাছের পরিচর্যা করে বেড়ান সারাদিনই। সকাল হলেই বন দফতর থেকে উপহার পাওয়া সাইকেলে চড়ে একটা বালতি আর চারাগাছ নিয়ে বেরিয়ে পড়েন। ফাঁকা জায়গা দেখলেই চারাগাছ লাগিয়ে দেন সেখানে। গাছের পরিচর্যাও করেন নিয়মিত।
গাছদাদুর লড়াইকে আমাদের স্যালুট পৃথিবীকে সবুজ করার লড়াইয়ে আমরা সবাই আপনার পাশে আছি।