পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ক্লার্কশিপ পরীক্ষা
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের আয়োজিত ক্লার্কশিপ পরীক্ষার্থীদের জন্য খুশির খবর। অফিসিয়াল ভাবে ক্লার্কশিপ পরীক্ষার সূচি অর্থাৎ তারিক ঘোষণা করলো পাবলিক সার্ভিস কমিশন। গত বছর ডিসেম্বর মাসে অফিসিয়াল ভাবে ক্লার্কশিপ পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল কমিশন। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি অনুযায়ী গত ২০২৩ সালের ৮ ডিসেম্বর তারিখ থেকে ২৯ ডিসেম্বর তারিখ পর্যন্ত রাজ্যের চাকরি প্রার্থীরা এই নিয়োগ পরীক্ষার জন্য নিজেদের আবেদন নথিভুক্ত করেছিলেন। পাবলিক সার্ভিস কমিশনের সাম্প্রতিক প্রকাশিত তথ্য অনুযায়ী এই নিয়োগ পরীক্ষার জন্য রাজ্যের ৭ লক্ষ ১৪ হাজার ৪১৩ জন পরীক্ষার্থী আবেদন জানিয়েছেন।
আবেদনের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর দীর্ঘ সময় ধরে পরীক্ষার জন্য অপেক্ষা করেছেন আবেদনকারী চাকরিপ্রার্থীরা। মধ্যবর্তী সময়ে লোকসভা ভোটের কারণে এই পরীক্ষা আয়োজনে দেরি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। এদিন সোমবার পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে প্রকাশিত একটি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কমিশন দ্বারা আয়োজিত আগামী সমস্ত পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি মাধ্যমে মিসলেনিয়াস, WBCS সহ অন্যান্য আরও বেশ কিছু পরীক্ষার সম্ভাব্য তারিখের সঙ্গে ক্লার্কশিপ পরীক্ষার তারিখও ঘোষণা করা হয়েছে। কমিশনের দ্বারা প্রকাশিত এই বিজ্ঞপ্তি অনুযায়ী ক্লার্কশিপ পরীক্ষা আয়োজিত হবে আগামী ১৬ নভেম্বর এবং ১৭ নভেম্বর ২০২৪ তারিখে। অর্থাৎ শনি এবং রবিবার দুই দিনব্যাপী এই পরীক্ষা আয়োজিত হবে।
যে সমস্ত চাকরিপ্রার্থীরা দীর্ঘ সময় ধরে এই ক্লার্কশিপ পরীক্ষার তারিখের জন্য অপেক্ষা করছিলেন অবশেষে তাদের জন্য কিছুটা স্বস্তির খবর। একই সঙ্গে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, WBCS Main 2023 (Advt. No.01/2023) পরীক্ষাটি আয়োজিত হবে আগামী আগস্ট মাসের ১৬, ১৭, ১৮ এবং ২০ তারিখে। এছাড়া মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট পরীক্ষা আয়োজিত হবে আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে। চাকরিপ্রার্থীদের সুবিধার জন্য এই প্রতিবেদনের শেষে পাবলিক সার্ভিস কমিশনের প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তি আপলোড করা হল। চাকরিপ্রার্থীরা অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে অন্যান্য পরীক্ষার সময়সূচি অর্থাৎ তারিখ দেখতে পারবেন।