কোচবিহার জেলায় সহকারী শিক্ষক নিয়োগ

দিশারী প্রতিবন্ধী বিদ্যালয় ও প্রশিক্ষণ কেন্দ্রে সহকারী শিক্ষক নিয়োগ

স্পন্সরকৃত বিশেষ বিদ্যালয়ে সহকারী শিক্ষক (Hearing Impaired) পদে সহকারী শিক্ষক পদে নিয়োগ হবে।

পদের নামঃ– নিয়োগ করা হচ্ছে, স্পন্সরকৃত বিশেষ বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে।

বেতনঃ– Assistant Teacher পদে কর্মরত চাকরি প্রার্থীর বেতন থাকবে Pay Level – 6 অনুযায়ী 22 হাজার 700 টাকা থেকে 58 হাজার 500 টাকা পর্যন্ত। এর পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের ROPA 2019 অনুযায়ী বিভিন্ন ভাতা অন্তর্ভুক্ত থাকবে।

বয়সঃ– Assistant Teacher পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স থাকতে হবে, সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন ও বয়স নির্ধারণ করা হবে, 31/08/2024 তারিখ অনুযায়ী হিসেব করে।

যোগ্যতাঃ– সহকারী শিক্ষক পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, () নূন্যতম পশ্চিমবঙ্গ বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ থাকতে হবে। () ভারত সরকারের কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে, শ্রবণ প্রতিবন্ধীদের জন্য ন্যাশনাল ইনস্টিটিউট থেকে বধিরদের শিক্ষাদানে ডিপ্লোমা থাকতে হবে। অথবা, রাজ্য স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র থেকে বধিরদের শেখানোর জন্য শংসাপত্র(Certificate) থাকলেও আবেদন করতে পারবেন। এর পাশাপাশি স্নাতক ডিগ্রি সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বিশেষ দ্রষ্টব্যঃ দৃষ্টি প্রতিবন্ধী এবং শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিরা এই সহকারী শিক্ষক পদে আবেদন করার জন্য যোগ্য নয়।

আবেদন পদ্ধতিঃ– আগ্রহী ও যোগ্য প্রার্থীদের এই পদে আবেদন করতে হবে অনলাইনে। এরজন্য https://me.coochbeharwb.in এই পোর্টালে গিয়ে অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে। সহকারী শিক্ষক পদে আবেদন করার জন্য, আবেদন ফি লাগবে না।

নিয়োগ প্রক্রিয়াঃ– সহকারী শিক্ষক পদে প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে। লিখিত পরীক্ষা হবে 40 নাম্বারের মধ্যে ও ইন্টারভিউ অনুষ্ঠিত হবে 10 নাম্বারের মধ্যে।

আবেদনের শেষ তারিখঃ– Assistant Teacher(H.I.) পদে অনলাইন আবেদন করতে পারবেন 30/10/2024 তারিখ পর্যন্ত।

official notification : NOTICE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *