রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে অ্যাপ্রেন্টিসশিপ, শেষে নিয়োগের সুযোগ
কেন্দ্রীয় সরকারের অধীনস্থ “কানাড়া ব্যাঙ্ক”-র তরফ থেকে পশ্চিমবঙ্গের ২০ টি জেলায় শিক্ষানবীশ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণ চলাকালীন নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ১৫ হাজার টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। বাংলা ভাষা ব্যবহারের দক্ষতা এই নিয়োগের অন্যতম শর্ত। এই বিষয়ে বিস্তারিত জানতে নিচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
Employment No.- CB / RP /2024 (FY 2024-25)
Recruitment Agency- Canara Bank
পদের নাম- অ্যাপ্রেন্টিস।
মোট শূন্যপদ- সারা ভারতবর্ষ জুড়ে শূন্যপদের সংখ্যা ৩ হাজার। পশ্চিমবঙ্গে শূন্যপদের সংখ্যা ১১০ টি, যাদের মধ্যে SC- ২৫ টি, ST- ৫ টি, OBC- ২৪ টি, EWS- ১১ টি, UR- ৪৫ টি।
পশ্চিমবঙ্গের জেলা ভিত্তিক শূন্য পদের তালিকাঃ
জেলার নাম | শূন্যপদ |
বাঁকুড়া | ৪ |
বীরভূম | ৪ |
কোচবিহার | ৫ |
দক্ষিণ দিনাজপুর | ২ |
দার্জিলিং | ৪ |
হাওড়া | ৪ |
হুগলি | ৬ |
জলপাইগুড়ি | ৪ |
কলকাতা | ১৭ |
মালদা | ৩ |
মুর্শিদাবাদ | ৭ |
নদীয়া | ৪ |
উত্তর ২৪ পরগনা | ১১ |
পশ্চিম বর্ধমান | ৬ |
পশ্চিম মেদিনীপুর | ৪ |
পূর্ব বর্ধমান | ৬ |
পূর্ব মেদিনীপুর | ৪ |
পুরুলিয়া | ২ |
দক্ষিণ ২৪ পরগনা | ১১ |
উত্তর দিনাজপুর | ২ |
বয়সসীমা- ১ সেপ্টেম্বর, ২০২৪ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। তফশিলি জাতি/উপজাতি শ্রেণীভুক্ত (SC/ST) প্রার্থীরা বয়সসীমায় সর্বোচ্চ ৫ বছরের ও অন্যান্য পশ্চাদপদ শ্রেণীর (OBC) প্রার্থীরা বয়সসীমায় সর্বোচ্চ ৩ বছরের ছাড় পাবেন।
বেতন- অ্যাপ্রেন্টিস থাকাকালীন প্রার্থীদের প্রতিমাসে ১৫ হাজার টাকা স্ট্রাইপেন্ড দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে ন্যূনতম স্নাতক হতেই হবে।
অন্যান্য যোগ্যতা- আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে। পশ্চিমবঙ্গের আবেদনকারীদের ক্ষেত্রে বাংলা অথবা নেপালি ভাষা জানতে হবে।
প্রশিক্ষণের সময়সীমা- ১ বছর।
নিয়োগের স্থান- আবেদন করার সময় প্রার্থীদের নির্দিষ্ট রাজ্যের নির্দিষ্ট জেলার ব্রাঞ্চ নির্বাচন করতে হবে। ওই ব্রাঞ্চে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনে। তার জন্য আগ্রহী প্রার্থীরা প্রথমে কেন্দ্রীয় সরকারের এই অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালে নাম নথিভুক্ত করবেন https://nats.education.gov.in/। উপরোক্ত পোর্টালে নাম নথিভুক্ত করে https://canarabank.com/ ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। উপরোক্ত লিঙ্কগুলোতে ক্লিক করার আগে অবশ্যই সম্পূর্ণ নোটিফিকেশনটি দেখে নিন।
আবেদন ফি- অনলাইনে আবেদন করার জন্য SC/ ST/ PWD শ্রেণীভুক্ত প্রার্থীদের কোনরূপ আবেদন ফি জমা করতে হবে না। অন্যান্যদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ৫০০ টাকা জমা করতে হবে।
নিয়োগ পদ্ধতি- কোনরূপ লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হবে। আবেদনকারী প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার নম্বরের ওপর ভিত্তি করে শতাংশ হারে মেরিট লিস্ট প্রকাশ করা হবে।
আবেদনের শেষ তারিখ- অনলাইনে আবেদন করা যাবে ২১ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর, ২০২৪ তারিখ পর্যন্ত।
অফিসিয়াল নোটিসটি দেখে নিনঃ APPRENTICESHIP_ADVERTISEMENT_COMBINED-1